বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বার্ধক্যজনিত কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য অধ্যাপক আবুল হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৭ অক্টোবর) রাতে রাজধানীর ধানমন্ডি নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
অধ্যাপক আবুল হোসেন ১৯৯৩ সালের ২ আগস্ট থেকে ১৯৯৪ সালের ১৮ জুলাই পর্যন্ত জাবির উপাচার্যের দায়িত্বে ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ঢাকা জেলার ধামরাই থানার কুশরা ইউনিয়নে।
সাবেক উপাচার্য অধ্যাপক আবুল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বর্তমান উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দপ্তর থেকে প্রেরিত এক শোকবার্তায় তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাঁর অবদান কর্তৃপক্ষ শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি কর্মের মধ্য দিয়ে আমাদের মাঝে বেঁচে থাকবেন।
অধ্যাপক আবুল হোসেনের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও তাঁর আত্মার শান্তি কামনা করেন অধ্যাপক ড. ফারজানা ইসলাম।
Discussion about this post