নিউজ ডেস্ক
আরও ৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপবৃত্তি দেবে সরকার। এ স্কুল-মাদরাসাগুলোকে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমন্বিত উপবৃত্তি কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। সমন্বিত উপবৃত্তি স্কিম থেকে জারি করা পৃথক পৃথক আদেশে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, নতুন করে উপবৃত্তির তালিকায় অন্তর্ভুক্ত হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে নওগাঁর পেরশা উপজেলার দারুল হেদায়েত মহিলা দাখিল মাদরাসা, সিরাজগঞ্জের উল্লাপাড়া সান ফ্লাওয়ার স্কুল, হাটিকুমরুল নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার আরাফাত হোসেন স্মরণী বিদ্যাপিঠ।
এর আগে গত ১৩ অক্টোবর ৪৪টি প্রতিষ্ঠান ও ৮ অক্টোবর ১০৫টি প্রতিষ্ঠানকে উপবৃত্তির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
Discussion about this post