ক্রীড়া ডেস্ক
পারিবারিক কারণে আর্জেন্টিনার স্ট্রাইকার হার্নান বার্কোস খেলছেন না জানার পর পরই বিকল্প বিদেশি খেলোয়াড়ের সন্ধানে ছিলেন বসুন্ধরা কিংস।
ইতিমধ্যে ক্লাবে যোগ দিয়েছেন খালেদ।
সুন্ধরার টেকনিক্যাল ডিরেক্টর বায়েজিদ জুবায়ের নিপু জানিয়েছেন, শনিবার স্ত্রী মারিয়ম জারেকে সঙ্গে নিয়ে ঢাকায় পৌঁছেন ৩৩ বছর বয়সী এই ইরানি ফুটবলার। আসন্ন ফুটবল মৌসুমে বসুন্ধরা কিংসের হয়ে খেলবেন তিনি।
জুবায়ের নিপু বলেন, ‘খালেদ শনিবার এসেছে। তার সঙ্গে আমরা পুরো এক মৌসুমের জন্য চুক্তি করেছি। রক্ষণের শক্তি বাড়াতে এবং এশিয়ান কোটা পূরণ করতে তাকে দলে টেনেছি।’
জানা গেছে, বাংলাদেশের মাটিতে পা রাখার পর দিনই (রোববার) আনুষ্ঠানিকভাবে বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন খালেদ।
এদিকে প্রথমবারের মতো বাংলাদেশের বড় একটি ক্লাবে খেলতে পেরে বেশ আনন্দিত খালেদ।
তিনি বলেন, ‘প্রথমাবের মতো বাংলাদেশের প্রথমসারির ক্লাবের সঙ্গে চুক্তি করতে পেরে ভালো লাগছে। আশা করি, আগামী মৌসুমটি আমাদের ভালো কাটবে এবং আমরাই চ্যাম্পিয়ন হব।’
খালেদ সর্বশেষ খেলেছেন ইরানের ক্লাব সাইপাতে। কখনও জাতীয় দলে সুযোগ না পাওয়া খালেদ ক্লাব ক্যারিয়ারে নয়টি দলে খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ। সূত্র জানিয়েছে, ব্রাজিল, স্পেনের খেলোয়াড়রাও বসুন্ধরার টার্গেটে রয়েছে। দ্রুত নতুন এবং মানসম্পন্ন খেলোয়াড় আনবে তারা।
Discussion about this post