বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
অনলাইনে টার্মটেস্ট ও কুইজ পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কর্তৃপক্ষ। রবিবার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় শিক্ষার্থীদের সেশনজট থেকে রক্ষা করতে টার্মটেস্ট, কুইজ ও ভাইবা অনলাইনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট শিক্ষকদেরকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান উপাচার্য।
ফাইনাল পরীক্ষা নেয়ার ব্যাপারে তিনি বলেন, পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মুনাজ আহমেদ নূরের নেতৃত্বে তৈরি করা সফটওয়্যারকে কাজে লাগিয়ে লিখিত পরীক্ষা নেওয়া যেতে পারে। তবে এখনো তা সিদ্ধান্ত হয়নি। এটিকে আরো পরীক্ষা-নিরীক্ষা করে আমরা লিখিত পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিবো।
Discussion about this post