ক্রীড়া ডেস্ক
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় উয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের প্রথম ম্যাচটি খেলতে পারেননি ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসের পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। তাকে ছাড়া নিজেদের প্রথম ম্যাচের শুরুটা অত ভালো ছিল না জুভেন্টাসের। তবে শেষপর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে আন্দ্রে পিরলোর শিষ্যরা।
মঙ্গলবার রাতে ২০২০-২১ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচটিই খেলেছে জুভেন্টাস, প্রতিপক্ষ ছিলো ডায়নামো কিয়েভ। তাদের মাঠে খেলতে গিয়ে প্রথমার্ধ ছিল গোলশূন্য ড্র। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে একটি ও শেষদিকে গিয়ে আরেকটি গোল করে দলকে ২-০ গোলের জয় এনে দিয়েছেন জুভেন্টাসের স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো মোরাতা।
ম্যাচের প্রথমার্ধে সে অর্থে ছিলো না তেমন কোনো আক্রমণ-পাল্টা আক্রমণ। নতুন মৌসুমের প্রথম ম্যাচের শুরুটা তাই ছিলো ম্যাড়ম্যাড়ে। এর মধ্যেই দুইটি সুযোগ পেয়েছিল জুভেন্টাস। একবার তাদের আশাহত করেন কিয়েভ গোলরক্ষক, আরেকবার সুযোগ হাতছাড়া করেন ডিফেন্ডার জর্জ কিয়েল্লিনি।
তবে দ্বিতীয়ার্ধে ফিরে এক মিনিটও সময় নষ্ট করেনি তুরিনোর বুড়িরা। ম্যাচের ৪৬ মিনিটের সময় দেজান কুলুসেভস্কি নেন জোরালো শট। সেটি ফিরিয়ে দেন কিয়েভ গোলরক্ষক হেরহি বুশচান। কিন্তু বল হাতে রাখতে পারেননি। আর এতেই ঘটে বিপদ। তার হাত থেকে ছুটে যাওয়া বল পেয়ে অনায়াসেই জালে প্রবেশ করান অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে লোনে খেলতে আসা মোরাতা।
পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। ফলে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। কিন্তু বারবারই আক্রমণভাগের ব্যর্থতায় হতাশায় ডোবে কিয়েভ। উল্টো ম্যাচের ৮৪ মিনিটের সময় ব্যবধান বাড়ান মোরাতা। এবার ডান দিক থেকে আসা কুয়াদ্রাদোর ক্রসে খুব কাছ থেকে হেড করে দলের জয় সুনিশ্চিত করেন এ স্প্যানিয়ার্ড।
Discussion about this post