বিনোদন ডেস্ক
বলিউডের অন্যতম সফল জুটি শাহরুখ খান এবং কাজল। শাহরুখের সঙ্গে কাজল মানেই সফল সিনেমা। রোমান্স আর মিষ্টি প্রেমের সংলাপে ভরপুর দর্শকপ্রিয় সিনেমা।
ঠিক তেমনই একটি সিনেমা ১৯৯৫ সালে মুক্তি পেয়েছিলো। যা এই জুটিকে বলিউডের ইতিহাসে শ্রেষ্ঠত্ব দান করেছে। সেটি হলো ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। ভক্তরা ভালোবেসে এ ছবিকে ডিডিএলজে বলে।
সদ্যই সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ৫০ বছরে পা দেওয়া যশ রাজ ফ্লিমস শাহরুখ-কাজলকে সম্মান জানাতে এমন উদ্যোগ হাতে নিয়েছে।
উল্লেখ্য, ১৯৯৫ সালের ২০ অক্টোবর মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘দুলহানিয়া লে জায়েঙ্গে’ পরিচালনা করেছেন আদিত্য চোপড়া৷ চলচ্চিত্রটি প্রযোজনা করেন যশ চোপড়া এবং রচনা করেন জাভেদ সিদ্দিকী ও আদিত্য চোপড়া।
শাহরুখ-কাজলের সুপার হিট এই সিনেমাটি শুধু ভারতে ১.০৬ বিলিয়ন এবং ভারতের বাইরে ১৬০ মিলিয়ন আয় করে সেই বছরে বলিউডের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হয়ে ওঠে। চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ ১০টি বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করে।
Discussion about this post