নিউজ ডেস্ক
স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের জুলাই থেকে সেপ্টেম্বর মাস (২০২০) পর্যন্ত মোট তিন মাসের আর্থিক অনুদানের চেক ছাড় হয়েছে। অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে চেক পাঠানো হয়েছে। শিক্ষকরা আগামী ২৬ অক্টোবর পর্যন্ত টাকা তুলতে পারবেন। বুধবার (২১ অক্টোবর) মাদরাসা শিক্ষা অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, অনুদান বণ্টনকারী রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের অনুদানের চেক পাঠানো হয়েছে। শিক্ষকরা ২৬ অক্টোবর পর্যন্ত ব্যাংকের সংশ্লিষ্ট শাখা থেকে অনুদানের টাকা তুলতে পারবেন।স্মারক নম্বর: ৫৭.২৫.০০০০.০০২.১০.০০৩.২০-৪০৫ তারিখ: ১৯-১০-২০২০ইং
Discussion about this post