ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুমের শুরুটা ভালো হলো না প্যারিসের ক্লাব পিএসজির। ২০২০-২১ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে গেল টমাস তুখেলের দল।
গতকাল ম্যাচের ২৩ মিনিটেই এগিয়ে যায় ম্যানইউ। মার্সিয়ালকে ডি-বক্সে পেছন থেকে আবদু দিয়ালো ফাউল করলে পেনাল্টি পায় ইউনাইটেড। পেনাল্টিতে ব্রুনো ফের্নান্দেসের শট ঝাঁপিয়ে ফেরান নাভাস। কিন্তু পিএসজি গোলরক্ষক আগেই গোললাইন ছেড়ে বেরিয়ে আসায় ভিএআর দেখে গোল দেন রেফারি।
গত ফেব্রুয়ারিতে ইউনাইটেডের জার্সিতে অভিষেকের পর থেকে সব প্রতিযোগিতায় মোট ১২টি পেনাল্টি শট নিয়ে ১১টিতে লক্ষ্যভেদ করেছেন ফের্নান্দেস।
বিরতির পর ৫৪ মিনিটে আত্মঘাতী গোলে সমতায় ফেরে পিএসজি। নেইমারের কর্নার অনেকটা লাফিয়ে উঠে বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে পাঠান মার্সিয়াল।
শেষের দিকে র্যাশফোর্ডের গোলে এই হতাশা কাটায় ম্যানইউ। ৮৭ মিনিটে পল পগবার পাস ধরে একটু এগিয়ে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে পান র্যাশফোর্ড। ফলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে উলে গুনার সুলশারের দল।
গ্রুপের আরেক ম্যাচে ঘরের মাঠে লাইপজিগকে ২-০ গোলে হারায় ইস্তানবুল বাসাকসেহিরক।
অন্যদিকে ‘জি’ গ্রপের ম্যাচে ফেরেন্সভারোসকে ৫-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। দলের জয়ের দিনে একটি করে গোল করেন মেসি, আনসু ফাতি, ফিলিপে কুতিনহো, পেদ্রি ও উসমান দেম্বেলে।
এই জয়ের মাধ্যমে বার্সার হয়ে চ্যাম্পিয়নস লিগে নিজের যাত্রা শুরু করলেন নতুন কোচ রোনাল্ড কোম্যান। এর আগে গত আসরে কোয়ার্টার ফাইনাল থেকে হতাশা নিয়ে মাঠ ছেড়েছিল বার্সা। বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলে হেরে আসর থেকে বিদায় নেয় তাঁরা। এবার সেই হতাশা কাটিয়ে দারুণ ছন্দে লিগ শুরু করল কাতালান ক্লাবটি।
Discussion about this post