নিজস্ব প্রতিবেদক
২০২১ সালে দুই হাজার ৬৩৩টি বিদ্যালয়ে এবং ২০২২ সালে সব প্রাথমিক বিদ্যালয়ে দুই বছর মেয়াদি প্রাক-প্রাথমিক চালু করার জন্য সরকার অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন এনসিটিবি চেয়ারম্যান।
সারাদেশে দুই বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শ্রেণি চালু করা হবে। আর এই কার্যক্রমে চার বছর বা তার অধিক বয়সের শিশুরা যুক্ত হতে পারবেন। অর্থাৎ ৪ বছর বয়সেই প্রাক-প্রাথমিকে পড়ার সুযোগ পাবেন কোমলমতি শিশুরা।
বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা।
তিনি বলেন, আমাদের বাচ্চারা খেলতে খেলতে শিখবে জানিয়ে। তাদের জন্য আলাদা বই নেই। শুধু একটি আঁকিবুকির খাতা এবং শিক্ষকদের জন্য একটি শিক্ষক সহায়িকা রয়েছে। ওই সহায়িকা দেখে শিক্ষকরা পড়াবেন। চার বছর হলেই শিশুরা প্রাক-প্রাথমিকে ভর্তি হতে পারবেন।
Discussion about this post