নিজস্ব প্রতিবেদক
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ করোনাকে জয় করেছেন। শনিবার (২৪ অক্টোবর) রাতে নমুনা পরীক্ষায় তার করোনা নেগেটিভ এসেছে।তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) মীর আকরাম উদ্দীন আহম্মদ এ তথ্য জানান। তবে, তথ্যমন্ত্রী এখনও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন বলে জানা যায়। সম্পূর্ণ সুস্থ হয়ে আগামী দু-একদিনের মধ্যেই তিনি হাসপাতাল ছাড়বেন।
প্রসঙ্গত, ১৬ অক্টোবর তথ্যমন্ত্রী করোনায় আক্রান্ত হন। এরপর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখান থেকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়।গত ১৬ অক্টোবর রাতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। পরে তাঁর করোনা পরীক্ষা করলে রিপোর্ট পজিটিভ আসে।এরপর ১৮ অক্টোবর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে স্কয়ার হাসপাতাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। সেদিন থেকে তিনি সেখানে চিকিৎসাধীন।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল ও প্রার্থনা করেছে বিভিন্ন ধর্মের মানুষ।এদিকে করোনাভাইরাসের কারণে লকডাউনে সবাই যখন ঘরে, সেই দুর্যোগেও ব্যস্ত সময় পার করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। মন্ত্রণালয়ের চলমান কাজ, এলাকায় ত্রাণ কার্যক্রম তদারকি, গণমাধ্যমে ব্রিফিং, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নসহ নানা কাজে প্রতিটি দিনই ব্যস্ততার মধ্যে কেটেছে তথ্যমন্ত্রীর। জনপ্রিয় এই নেতার রোগমুক্তির খবর শুনে সকল শুভকামীর মনে স্বস্তি ফিরে এসেছে।
Discussion about this post