নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটে জাপানী ভাষা শিক্ষা প্রদানে জাপান বিশেষ সহায়তা দিবে।বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মি. ইতো নাওকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎকালে এ কথা বলেন। এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর সিনিয়র রিপ্রেজেনটেটিভ কাওয়াজো ইয়াসুহিরো উপস্থিত ছিলেন।
আজ বুধবার (২৮ অক্টোবর) সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে জাপানের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম নিয়ে মত বিনিময় করেন।
এসময় জাপানের রাষ্ট্রদূত মি. ইতো নাওকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল করতে আগ্রহ প্রকাশ করেন। তিনি উপাচার্যকে অবহিত করেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটে জাপানী ভাষা শিক্ষা প্রদানের জন্য জাইকা জাপানী ভলেন্টিয়ার প্রেরণ করবে। বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে আগামী বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জাইকা চেয়ার’ প্রকল্পের আওতায় একটি সেমিনার অনুষ্ঠিত হবে।
এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে জাপানী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের আগ্রহের বিষয়েও উপাচার্যকে অবহিত করেন। এসব বিষয়ে জাপানী রাষ্ট্রদূত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্যের সহযোগিতা কামনা করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সম্ভাব্য সকল সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়ে বলেন, বাংলাদেশের সাথে জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা সংক্রান্ত যৌথ সহযোগিতামূলক কার্যক্রম চলমান রয়েছে। জাপানের শীর্ষস্থানীয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথেও এই কার্যক্রম স্থাপনের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করা যেতে পারে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সিনিয়র রিপ্রেজেনটেটিভ কাওয়াজো ইয়াসুহিরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাইকার সহযোগিতা অব্যাহত থাকবে এবং নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে উপাচার্যকে জানান।
Discussion about this post