নিজস্ব প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের জন্য ‘জি সুইট ফর এডুকেশন’ গুগল ক্লাউড বেজড ইমেইল সেবার উদ্বোধন করেছে কর্তৃপক্ষ। আজ রবিবার (১ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহান এর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেন, ‘জি সুইট ফর এডুকেশন’ ক্লাউড বেজড ইমেইল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রযুক্তিগত কার্য সম্পাদনে আরো একধাপ এগিয়ে নেবে। কেননা এই ইমেইলে সব শিক্ষার্থী ২৪ ঘন্টা সপ্তাহে সাত দিনই তাদের প্রয়োজনীয় কার্যক্রম চালাতে পারবে।
এছাড়া শিক্ষার্থীরা গবেষণা সংক্রান্ত অথবা অন্যান্য ডকুমেন্টস ও ফর্মসহ সংশ্লিষ্ট আরো ফাইল ইমেইলে নিরাপদে সংরক্ষণ এবং যে কোন ডিভাইস দিয়েই দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদন করতে পারবে। সেখানে তথ্য হালনাগাদসহ থাকবে কঠোর নিরাপত্তাও। এসময় ইমেইলটি সব শিক্ষার্থীর জন্য বিনামূল্যে দেওয়ার ঘোষণা দেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক আসিফ জামান ইমেইল পাওয়ার বিষয়ে দিকনির্দেশনা দিয়ে বলেন, জনপ্রিয় এই ইমেইলটি পেতে ওয়েবসাইটে (http//:emailapp.ru.ac.bd) আবেদন করতে হবে। আবেদনটি ২৪ ঘন্টার মধ্যে ভেরিফাই হবে।
তারপর সেই সাইট হতেই ‘এস’ এর সাথে নিজ আইডি নম্বর দিয়ে লগইন করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা ইমেইলটি পেয়ে যাবে। শিক্ষাজীবন শেষ করেও ছয় মাস এই ইমেইলটি শিক্ষার্থীরা ব্যবহার করতে পারবেন বলেও জানান তিনি।
অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, অধ্যাপক আনন্দ কুমার সাহা, প্রক্টর ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আজিজুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Discussion about this post