নাজমুল হাসান দুর্জয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
“জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের C ইউনিটের (কলা ও মানবিক অনুষদ) জন্য বিষয়ভিত্তিক যেই টপিকস গুলো পড়তে হবে সেগুলো নিচে দেখে নিনঃ-
☞আন্তর্জাতিক সম্পর্ক –
(১০) (এই অংশের প্রশ্নগুলো হবে ইংরেজি ভার্সনে) বিভিন্ন দেশের সম্প্রতি যে নির্বাচন হয়েছে সেগুলো এবং কে কততম প্রেসিডেন্ট /প্রধানমন্ত্রী , প্রধানমন্ত্রীর বিভিন্ন দেশ সফর এবং চুক্তি গুলো এবং কোথায় কত তারিখ, নোবেল, পানামা পেপারস, BREXIT, ভারত-পাকিস্তান দ্বন্দ্ব, বিভিন্ন সংস্থার শীর্ষ সম্মেলন’মুদ্রা, বিখ্যাত সীমারেখা, প্রণালী, আইনসভা, চুক্তি ও সনদ, বিখ্যাত চিত্রকর্ম, গ্রন্থ, দ্বীপ, পুরস্কার, খেলাধুলা (লন টেনিস, সাতার, ম্যাটাডোর, বাস্কেটবল, বেসবল, ব্যাডমিন্টন, গলফ)।।
☞জার্নালিজম (১০) বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ, ভূ উপগ্রহ কেন্দ্র, গনমাধ্যম, বেতার, টেলিভিশন, সংবাদপত্র, সংবাদ সংস্থা, বিশ্বের বিখ্যাত সংবাদপত্র ও সংবাদসংস্থা, পুলিৎজার পুরস্কার,মিডিয়া রিলেটেড সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলী।
☞ইতিহাস (১০) প্রাচীন বাংলার ইতিহাস, প্রাচীন বাংলায় বিভিন্ন শাসনামল, উপমহাদেশে ইসলামের অভ্যুূদয়, বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা, মুঘল আমল, বাংলায় নবাবী শাসন, ইউরোপীয়দের আগমন, ব্রিটিশ শাসন, বিভিন্ন ব্রিটিশবিরোধী আন্দোলন, অবিভক্ত বাংলার মন্ত্রীসভা, পাকিস্তান আমল, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা।।
☞প্রত্নতত্ত্ব (১০) প্রাচীন সভ্যতাসমূহ, ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থান, মসজিদ, মন্দির, মাজার, জাদুঘর, স্থাপত্য, ভাস্কর্য, শিল্পী,মুদ্রা,শিলালিপি,,খনিজ সম্পদ,বিহার,।।
☞দর্শন (১০) মানসিক দক্ষতা ও বুদ্ধিমত্তা বিষয়ক প্রশ্ন আসবে, যেকোন বই থেকে প্র্যাকটিস করতে থাকো। -সিরিজ রিলডেট। -সম্পর্ক রিলটেড। -ক্যালেন্ডার রিলটেড -বিভিন্ন দার্শনিক উক্তি -দর্শন রিলেটেড। ৮০ তে ৪৫-৫৮ এর মত নম্বর পেলে এবং জিপিএ ২০ যোগ করে (২০,১৮.১৮.১৭) মেরিট লিস্টে থাকবেন।।
C1 ইউনিট – নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা – (৬০) বাংলাদেশের শিল্প-সংস্কৃতি, নাটক-থিয়েটার, নৃত্য, নববর্ষ, বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী ও চিত্রকর্ম, সঙ্গীত (মুক্তিযুদ্ধভিত্তিক, দেশাত্মবোধক ও অন্যান্য গানসমূহ), বাংলাদেশের চলচ্চিত্র, বাংলা সাহিত্য, উপজাতি, স্থাপত্যশিল্প।।
সহায়ক বইঃ- খন্দকার’স GK এবং জাহাঙ্গীরনগর’স GK পড়ুন শতভাগ প্রস্তুতি হয়ে যাবে আর কোনো বই পড়তে হবে না।
Discussion about this post