➡ পরীক্ষা দেওয়ার যোগ্যতা –
সকল গ্রুপের শিক্ষার্থীরাই F ইউনিটে পরীক্ষা দিতে পারে। ➡ আসন সংখ্যাঃ- *আইন অনুষদ ( Law ) : F ইউনিট : ছাত্র +ছাত্রী = মোট আসন সংখ্যা। আইন ও বিচার : ৩০ + ৩০ = ৬০ টি
➡ মানবন্টন : বাংলা – ২৫ , ইংরেজি – ২৫ , সাম্প্রতিক বিষয় ও বুদ্ধিমত্তা ( IQ) – ৩০
➡ পরীক্ষা পদ্ধতিঃ F ইউনিটে বাংলা ব্যতিত সকল প্রশ্ন ইংলিশ ভার্সনে হবে F ইউনিটে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে যার মধ্যে ৮০ নম্বরের MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় ৫৫ মিনিট। তবে OMR পূরণের জন্য আলাদাভাবে ৫ মিনিট সময় দেয়া হবে। আর বাকি ২০ নম্বর থাকবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টের উপর। এসএসসি রেজাল্টকে ১.৫ দ্বারা গুণ করা হয়, এইচএসসি রেজাল্টকে ২.৫ দ্বারা গুণ করা হয়। অর্থাৎ সর্বমোট ১০০ নম্বর। ➡ তোমরা অনেকেই জানতে চেয়েছো ভর্তি পরীক্ষায় কতো নাম্বার পেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের
F ইউনিটে চান্স পাব ? ➡ এই প্রশ্নের উত্তর দেয়া আসলেই কঠিন । কারন , এটা নির্ভর করে প্রশ্নের উপর । প্রশ্ন কঠিন হলে কম নাম্বার পেয়েও চান্স পেয়ে যেতে পারো । আর প্রশ্ন সহজ হলে বেশি নাম্বার পেতে হবে । তবে ২০১৯-২০ শিক্ষাবর্ষে Male : সর্বোচ্চ ৭৯ , সর্বনিন্ম ৭০ আর Female : সর্বোচ্চ : ৮০ , সর্বনিন্ম : ৬৮ (out of ) এটা দেখে ধারনা করে নাও কত পেলে চান্স পেতে পারো .
➡ প্রস্তুতির দিকনির্দেশনা/চান্স পেতে চাইলে যেভাবে প্রিপারেশান নিতে পার : জাবির প্রশ্ন পদ্ধতি সকল ভার্সিটি থেকে আলাদা তাই জাবির প্রশ্নপদ্ধতি বুঝতে ও ভালোভাবে প্রিপারেশান নিতে চাইলে প্রথমেই প্রশ্নব্যাংক সলভ করতে হবে আর এক্ষেত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে F ইউনিট ভর্তি গাইড (প্রশ্নব্যাংক+বিশ্লেষণ) তোমাদের জন্য বেস্ট হবে, অথবা অন্য যেকোন একটি প্রশ্ন ব্যাংক ফলো করতো পারো।
➡ F ইউনিটের সাম্প্রতিক থেকে কিছু প্রশ্ন করা হয়।আর সাধারণ জ্ঞান এর জন্য #খন্দকার’স__জিকে ” বইটি পড়তে পারো। F unit এ বাংলাদেশের সংবিধান বিষয়ক কিছু প্রশ্ন দেওয়া হয়। যেমন ধরো- আমাদের শিক্ষার অধিকারের কথা লেখা আছে সংবিধানের কত অনুচ্ছেদে? এইরকমের কিছু প্রশ্ন দেওয়া থাকে। আর পুরো সংবিধানের সব অনুচ্ছেদ যে পড়তে হবে তা কিন্তু নয়। “খন্দকার’স জিকে” বইটিতে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া আছে।
➡ বাংলাতে রয়েছে ২৫ নম্বর তাই বুঝতেই পারছো এই ইউনিটে টিকতে হলে বাংলাতে ভালো করতেই হবে। এই ইউনিটে বাংলা ভাষার প্রাচীন ইতিহাস থেকে কিছু প্রশ্ন করা হয়। চর্যাপদ – মঙ্গলকাব্য – বৈষ্ণব পদাবলি ও সাহিত্য – নাথসাহিত্য – ইসলামি সাহিত্য – বাউল গান- উপন্যাস – কবিতা – নাটক – ছোটোগল্প – প্রবন্ধ – শিশুসাহিত্য – কল্পবিজ্ঞান এগুলো থেকে প্রচুর প্রশ্ন করা হয়।বাংলার জন্য বাংলা বর্ণমালা পড়তে পারলে বাংলার প্রিপারেশন একদম ফুলফিল হবে।
➡ IQ তুলনামূলকভাবে সহজ হয়।IQ এর জন্য “Legend IQ” বইটি পড়তে পারেন।
➡ F Unit এর English কিন্তু মোটেও সহজ হয় না। যাদের ইংলিশ ভাষা বোঝার ক্ষমতা বেশি তাদের এই ইউনিটে ভালো করার সম্ভাবনা তত বেশি। এই ইউনিটে English এর অনুধাবনমুলক প্রশ্ন বেশি আসে। তাই Grammar এর চাইতে Vocabulary বেশি প্রয়োজন এই ইউনিটে। English Literature থেকেও প্রশ্ন করা হয় এই ইউনিটে। Index English বইটি পড়লে ইংরেজির প্রিপারেশন ফুল কম্পিলিট হয়ে যাবে। ➡ F এর প্রস্তুতি নিলে জাবির পাশাপাশি BUP , খুবি সহ সকল ভার্সিটির প্রিপারেশান ই কমপ্লিট হয়ে যাবে ।
➡২/১ টা বই পড়ে যারা জাবিতে চান্সের আশা করছো,তাদের বলছি . এই ইউনিটে টিকতে হলে প্রচুর পড়াশোনা করতে হবে। সুতরাং নিচের বই গুলো সংগ্রহ করে পড়তে থাকো – ⇨বাংলা – বাংলা বর্ণমালা ⇨ইংরেজি – Index English ⇨সাধারণ জ্ঞান – খন্দকার’স’স GK ⇨IQ – Legend IQ ⇨লিজেন্ড F ইউনিট প্রশ্ন ব্যাংক + ভর্তি সহায়িকা।
➡ প্রতি আসনে কতজন লড়াই করবে , সিট কত তা নিয়ে না ভেবে ভাবো তোমার প্রয়োজন মাত্র ১ টা সিট । ভাবো , ” জাবিতে যদি ১ জন চান্স পায় সেই ১ জন হবো আমি ” ।
আত্মবিশ্বাসি হও নিজের প্রতি বিশ্বাস রাখো , বিশ্বাস রাখো সৃষ্টিকর্তার উপর । ইনশাআল্লাহ , সফল তুমিই হবা । শুভকামনা রইলো।
Discussion about this post