নিজস্ব প্রতিবেদক
১ নভেম্বর থেকে করোনা ভাইরাস মহামারী চলাকালীন অনলাইন কার্যক্রমে সকল শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করতে শিক্ষার্থীদের প্রতি মাসে বিনামূল্যে ১৫জিবি ডাটা দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এক্ষেত্রে রবিকে প্রতি শিক্ষার্থীদের জন্য ৯৯ টাকা প্রদান করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।এ উপলক্ষে অনলাইন ক্লাসের জন্য সাশ্রয়ী মূল্যে ডাটা ক্রয় করতে মোবাইল অপারেটর রবির সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
নগরীর চারুকলা ইনস্টিটিউটে চবির রেজিস্টার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস ম মনিরুল হাসান এবং রবির চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার আদিল হোসেন নোবেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতে অনলাইন-ভিত্তিক ক্লাস চালু করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এ কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের শতভাগ ক্লাসমুখী করতে সকল শিক্ষার্থীকে প্রতিমাসে বিনামূল্যে ১৫জিবি ডাটা প্যাক প্রদান করা হবে।
রবি’র চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার আদিল হোসেন নোবেল বলেন, ডিজিটাল কোম্পানি হিসেবে দেশের সবক্ষেত্রে ডিজিটাল জীবনধারা প্রসারের লক্ষে কাজ করে যাচ্ছে রবি। এরই ধারাবাহিকায় করোনা মাহামারী চলাকালে শিক্ষার্থীরা যেন অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে পারেন এজন্য বিশ্ববিদ্যায়গুলোতে প্রযুক্তিগত ও ডাটা সুবিধা প্রদান করছি আমরা।
সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাশ্রয়ী মূল্যে ডাটা সরবরাহ করব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করতে পেরে গর্বিত রবি।
তিনি আরও বলেন, আমরা সব বিশ্ববিদ্যালয়ের এ সেবা দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছি। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিয়ে আমাদের কার্য়ক্রম শুরু করেছি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, ডিনবৃন্দ, প্রভোস্টবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ ও রবির জেনারেল ম্যানেজার আরিফ আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও ইনস্টিটিউটের সভাপতি ও পরিচালকবৃন্দের মাধ্যমে সকল শিক্ষার্থীদের একটি তালিকা প্রণয়ন করা হয়েছে। এছাড়া যাদের রবি সিম নেই তারা যেকোনো রবি কাস্টমার কেয়ার (রবি ওয়াক ইন সেন্টার) থেকে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড অথবা ভর্তি রশিদ, জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন কার্ড প্রদর্শন করে ১০ টাকায় সিম নিয়েও এ সেবা পাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। তবে এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো গুগল ফর্মে রেজিষ্ট্রেশন কনফার্ম করতে হবে।
Discussion about this post