নিজস্ব প্রতিবেদক
ভেটেরিনারী এন্ড এনিমেল সাইন্স নামে নতুন একটি অনুষদ চারাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চারাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চালু হয়েছে। পূর্ব অনুষদটি বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগ ছিল। নতুন ডীন নিযুক্ত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় উপাচার্য এম আব্দুস সোবহান এ অনুষদের ডীনের দায়িত্ব পালন করবেন।
আজ সোমবার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন ভেটেরিনারী এন্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান।
অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান বলেন, ভেটেরিনারী এন্ড এনিমেল সায়েন্স বিভাগটি এখন অনুষদে রুপান্তর হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আমরা গতবছর প্রশাসনের নিকট বিভাগটিকে আলাদা অনুষদ করার আবেদন করলে ১৫০তম একাডেমিক কাউন্সিল সভায় সেটার অনুমোদন দেয় কর্তৃপক্ষ। পরবর্তীতে এ বছর মার্চ মাসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক অনুমোদন লাভের পর নতুন অনুষদ হিসেবে যাত্রা শুরু করে বিভাগটি।
তিনি বলেন, এটি বিশ্ববিদ্যালয়ের অন্যকোন বিভাগ এখানে যুক্ত হবে না। আপাতত ভেটেনারী এন্ড এনিমেল সাইন্সেস বিভাগটিই অনুষদে রূপান্তরিত হবে। পরবর্তীতে এটারই আলাদা নতুন বিভাগ খোলা হবে।
আসন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বছর থেকেই শিক্ষার্থীরা এই অনুষদে সরাসরি ভর্তি হতে পারবে। তবে আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেবে নাকি অন্যসব অনুষদের অধীনেই নেবেন সেটা প্রশাসন ঠিক করবে।
প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সর্বমোট ১০টি অনুষদের অধীনে ৫৯টি বিভাগ রয়েছে। অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ৪১টি; যার মধ্যে সরকারি ১১টি ও বেসকারি ২৪টি। নুতুন এই অনুষদ হওয়ায় অনুষদ সংখ্যা দাড়ালো ১১টিতে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে উচ্চতর গবেষণার জন্য ইনস্টিটিউট রয়েছে ৭টি।
Discussion about this post