খেলাধূলা ডেস্ক
শুরুতে দুই গোলে লিড পেয়েও ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল রিয়াল। এক পর্যায়ে হারের সম্ভাবনাও উঁকি দিচ্ছিল। তেমনটি হলে জিদানের ওপর চাপটা আরও বাড়তো নিশ্চিত! কিন্তু গুরুকে সেই বিপদ থেকে উদ্ধার করেছেন ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো।চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের গ্রুপ পর্বের শুরুটা হতাশাজনক ছিল। দুটি ম্যাচের একটিতেও জয় ছিল না। তৃতীয় ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে রোমাঞ্চকর জয় দিয়ে অবশেষে ঘুরে দাঁড়িয়েছে রিয়াল। জিতেছে ৩-২ গোলে।
৩৩ মিনিটে সের্হিয়ো রামোস দ্বিতীয় গোল করলে মনে হচ্ছিল ম্যাচের পুরোপুরি নিয়ন্ত্রণে রিয়াল মাদ্রিদ। দুই মিনিট বাদে লাউতারো মার্টিনেস ইন্টারের হয়ে একটি গোল শোধ দিলে, প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ মিলতে থাকে ম্যাচে। রিয়াল শিবিরে উদ্বেগ আরও বাড়ে ৬৮ মিনিটে ইভান পেরিসিচ ইন্টারকে সমতায় ফেরালে। তবে ৮০ মিনিটে সব শঙ্কা উড়িয়ে রিয়ালের জয় নিশ্চিত করেছেন রদ্রিগো। বাম প্রান্ত থেকে ভিনিসিয়ুসের ক্রস থেকে ডানপ্রান্তে ক্ষিপ্র গতির শটে জালে বল পাঠান ব্রাজিলিয়ান এই উইঙ্গার।
এই জয়ের ফলে গ্রুপ পর্বে শাখতারের সঙ্গে পয়েন্ট সমান হয়ে গেছে রিয়ালের। ৩ ম্যাচে দুই দলেরই ৪ পয়েন্ট। অপর ম্যাচে মুনশেনগ্লাডবাখ শাখতারকে ৬-০ গোলে হারিয়ে ৫ পয়েন্ট নিয়ে রয়েছে ‘বি’ গ্রুপের শীর্ষে। ২ পয়েন্ট নিয়ে ইন্টার নেমে গেছে সবার নিচে।
“>চ্যাম্পিয়নস লিগে নিজেদের উড়ন্ত ফর্ম ধরে রেখেছে লিভারপুল, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখও। আতালান্তার জালে গোল উৎসব করেছে রেডরা। জিতেছে ৫-০ গোলে। ম্যানচেস্টার সিটিও তুলে নিয়েছে টানা তৃতীয় জয়। অলিম্পিয়াকোসকে হারিয়েছে ৩-০ গোলে।
লিভারপুলের হয়ে প্রথম হ্যাটট্রিকের দেখা পেয়েছেন ডিয়েগো জোতা। স্কোর শিটে নাম তুলেছেন মোহামেড সালাহ ও সাদিও মানেও। এই জয়ে ‘ডি’ গ্রুপে ৫ পয়েন্টের ব্যবধান রেখে শীর্ষেই আছে তারা। তাদের অর্জন ৯ পয়েন্ট। একই গ্রুপে করোনার হানায় বিপর্যস্ত ছিল আয়াক্স। করোনা পজিটিভ হওয়ায় মূল খেলোয়াড়দের ছাড়াই মাঠে নামতে হয়েছিল। এর পরেও তারা মিডজিল্যান্ডের মাঠে জয় পেয়েছে ২-১ গোলে।
অপর দিকে চ্যাম্পিয়নস লিগে টানা ১৪ ম্যাচে অপরাজিত থাকলো বায়ার্ন। পিছিয়ে পড়ে গোল উৎসবে ম্যাচ জিতেছে গতবারের চ্যাম্পিয়নরা। সলসবুর্গকে হারিয়েছে ৬-২ গোলে। জোড়া গোলে ফর্ম ধরে রেখেছেন রবের্ত লেভানদোভস্কি। একটি করে গোল করেছেন ক্রিস্টেনসেন, বোয়াটেং, সানে ও হার্নান্দেস। ‘এ’ গ্রুপে তারা পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে।
Discussion about this post