অনলাইন ডেস্ক
পৃথিবীর দ্রুততম মানুষ উসাইন বোল্টকে সবাই চিনলে পৃথিবীর সবচেয়ে দ্রুততম প্রাণী ‘পেরেগ্রিনশাহিনকে’ চিনেন খুব কম মানুষ। পেরেগ্রিন শাহিনঘণ্টায় ৩২০ কিমি এর বেশী বেগে উড়তে পারে যা ‘উসাইনবোল্টের’ সর্বোচ্চ স্পিডের (৪৩ কিমি/ঘণ্টা) চেয়েও ৭ গুন বেশী দ্রুততম অথচ এই পেরিগ্রিন শাহিনের সর্বোচ্চ স্পিড রেকর্ড করা হয়েছে ৩৮৯ কিমি/ঘণ্টা যা তাকে এই গ্রহের সবচেয়ে দ্রুততম প্রাণীর মুকুট এনে দিয়েছে।
পরিচিতিঃ
এই পাখির ইংরেজি নাম Peregrine Falcon এবং বৈজ্ঞানিকনাম Falconperegrinus.
পৃথিবীতে মোট ১৯ টি উপপ্রজাতি আছে এর মধ্যে আমাদের উপপ্রজাতিটি হল Falconperegrinus peregrinator।
এর দৈর্ঘ্য ১৩ থেকে ২৩ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং দেহের জন হয় ৪৪০ থেকে ৭৫০গ্রাম পর্যন্ত।
বাঁকানো দাঁড়ালো দাঁত ও তীক্ষ্ণ নখ দিয়ে এরা শিকারকে মুহুর্তেই ছিন্নভিন্ন করে দিতে পারে।
শ্রেণীবিন্যাসঃ
জগত(Kingdom):এনিমেলিয়া
(Animalia)
পর্ব (Phylum):কর্ডাটা (Chordata)
শ্রেণী (Class): এভিস(Aves)
বর্গ (Order):ফালকনিফরমিস (Falconiformes) গোত্র (Family):
ফালকনিডি (Falconidae)
গন (Genus): Falco
প্রজাতি (Species): F.peregrines
স্বভাবঃ
অত্যন্ত দ্রুতগতিতে এই পাখি আকাশেই অন্যান্য মাঝারি পাখি যেমন কবুতর,জলজ পাখি,পোষা পাখি এমনকি স্তন্যপায়ী বাদুর পর্যন্ত ধরে ধরে শিকার করে খাবারের তালিকায় যোগ করে ফেলে।
কোথায় পাওয়া যায়ঃ
এই পেরিগ্রিন শাহিন একটি শিকারি পাখি এবং শীতকালে আমাদের দেশের প্রায় সব জেলায় পাওয়া যায় তবে আমাদের দেশে এটি বিরল পরিযায়ী পাখি হিসাবে পরিচিত।এটি পৃথিবীর সবমহাদেশেই বিস্তৃত যাদের বিভিন্ন উপপ্রজাতিতে বিভক্ত করা হয়েছে। এ পর্যন্ত পেরিগ্রিন শাহিনের ১৯টি উপপ্রজাতির সন্ধান পাওয়া গেছে।
আমরা চাই এই দ্রুতগতির পাখিটি চিরকাল ধরে তার দ্রুততা ও ক্ষিপ্রতা বজায় রেখে বাংলাদেশ ও পৃথিবীর আকাশে মুক্তভাবে উড়ে বেড়াবে।
Discussion about this post