নিজস্ব প্রতিবেদক
রুদ্ধশ্বাস প্রতীক্ষা আর একের পর এক নাটকীয়তার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে জয়ী হয়েছেন ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেন। দেশটির ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় কমালা হ্যারিসকেও অভিনন্দন জানিয়েছেন তিনি। আজ রোববার (৮ নভেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডেমোক্রেট প্রার্থী এবং ক্যালিফোর্নিয়ার সিনেটর কমলা দেবি হ্যারিস। একইসঙ্গে দেশটির প্রথম কৃষাঙ্গ, দক্ষিণ এশিয়-আফ্রিকান আমেরিকান হিসেবেও প্রথম ভাইস প্রেসিডেন্ট কমলা।
শনিবার (৭ নভেম্বর) বিশ্বের শীর্ষস্থানীয় সব গণমাধ্যম জানায়, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ২৭০ ইলেক্টরালের লক্ষ্যমাত্রা পার হয়ে জয়ী হয়েছেন বাইডেন। ফক্স নিউজ জানিয়েছে, বাইডেন পেয়েছেন ২৯০ ইলেক্টরাল কলেজ ভোট। আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪ ভোট।
বাইডেনের জয়ের পর অভিনন্দন জানাচ্ছেন বিশ্বনেতারাও। এ পর্যন্ত বাইডেনকে যারা অভিনন্দন জানিয়েছেন তাদের মধ্যে আছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মেরকেল, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনসহ অনেকে।
Discussion about this post