জ্যেষ্ঠ প্রতিবেদক
২০১৯ শিক্ষাবর্ষে নতুন করে আরও ৭ শতাধিক শিক্ষার্থী ভর্তি করিয়েছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বর্তমান অধ্যক্ষ ।অতিরিক্ত ৪৪৩ জন শিক্ষার্থী ভর্তির অভিযোগে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় এই ঘটনায় প্রধান বিচারপতির কাছে কয়েকজন অভিভাবক গত ২৩ অক্টোবর লিখিত অভিযোগ করেন।
রাজধানীর ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানে ২০১৯ শিক্ষাবর্ষের কোনও শিক্ষার্থী অন্যকোনও প্রতিষ্ঠানে স্থানান্তরিত হয়নি। তারপরও নতুন করে শিক্ষার্থী ভর্তির কারণে প্রধান বিচারপতির কাছে লিখিত অভিযোগ করেছেন অভিভাবকরা।
প্রধান বিচারপতির কাছে লিখিত আবেদনে অভিভাবকরা উল্লেখ করেন, ২০২০ সালের ১৩ জানুয়ারি শিক্ষার্থী ভর্তির ব্যাপারে একটি নোটিশ জারি করা হয়। ওই নোটিশের বিরুদ্ধে ২৮ জানুয়ারি হাইকোর্টে রিট মামলা (২৮০/২০২০) করা হয়। ওই রিটে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষকে শোকজ করেন আদালত। ওই রিট এখনও নিষ্পত্তি হয়নি এবং ভর্তি কার্যক্রম রিটের কারণে বন্ধ ছিল।
কিন্তু ভর্তি শিক্ষার্থী ভর্তি চেয়ে ২৯ জানুয়ারি হাইকোর্টে আরও একটি রিট (৩৩২৬/২০২০) করেন অভিভাবকদের একটি পক্ষ। এই রিটের দোহাই দিয়ে গত ২২ অক্টোবর ফলাফল প্রকাশ করেন অধ্যক্ষ। গত ২৪ থেকে গত ২৯ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থী ভর্তির সময় বেধে দিয়ে নোটিশও করে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ।
লিখিত আবেদনে অভিভাবকরা আরও উল্লেখ করেন, দুর্গাপূজার ছুটি এবং করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মধ্যে শিক্ষার্থী ভর্তির উদ্যোগ কেন নেওয়া হলো? এখানে অবশ্যই বড় ধরনের অনিয়ম-দুর্নীতি টাকা-পয়সা লেনদেনের আশঙ্কা থাকে।
৪৪৩ জন অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির অভিযোগের পর নতুন করে ২০২০ শিক্ষাবর্ষে দ্বিতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত আরও ৮৫৯ জন শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয় ১৩ জানুয়ারি। মূল ক্যাম্পাসসহ শাখা ক্যাম্পাসে এই শিক্ষার্থী ভর্তির জন্য গত ১৬ জানুয়ারি সকাল ১০টা থেকে ২১ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন নেওয়া হয়। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ২৪ জানুয়ারি। তবে অতিরিক্ত ভর্তি নিয়ে মামলা জটিলতায় গত ২৯ ফেব্রুয়ারি বর্তমান অধ্যক্ষ নোটিশ দিয়ে পরীক্ষা প্রক্রিয়া বাতিল করেন। ভর্তি পরীক্ষা কার্যক্রম বন্ধ করে শিক্ষার্থীদের আবেদনের অর্থও ফেরত দেন তিনি।
ঢাকা শিক্ষা বোর্ডের নির্দেশে গত ২২ অক্টোবর বাতিল করা পরীক্ষার ফল প্রকাশ করে শিক্ষার্থী ভর্তি করানোর নোটিশ দেন অধ্যক্ষ ফওজিয়া রেজওয়ান। ৭৬৬ জনের শূন্য পদের বিপরীতে গত ২৪ থেকে ২৯ অক্টোবর ৭ শতাধিক শিক্ষার্থী ভর্তি করা হয়।
Discussion about this post