এসব তথ্য নিশ্চিত করেছেন এমপিও নীতিমালা সংশোধন কমিটির আহ্বায়ক ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন।
তিনি বলেন, এমপিও নীতিমালা ও জনবল কাঠামোর সংশোধনী চূড়ান্ত করে ফেলেছি। ৬৫ পৃষ্ঠার চূড়ান্ত সংশোধিত নীতিমালা প্রস্তুত। সেপ্টেম্বরেই সর্বশেষ সভা করে নীতিমালা সংশোধনগুলো ঠিক করে ফেলা হয়েছিল। শিক্ষামন্ত্রী মন্ত্রী মহোদয় চূড়ান্ত সংশোধনটি একবার রিভিউ দিয়ে সংশোধন কমিটির সাথে বসবেন।
গত ১ সেপ্টেম্বর এমপিও নীতিমালা সংশোধন চূড়ান্তকরণের সর্বশেষ সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষক-কর্মচারীদের কল্যাণে যা কিছু প্রয়োজন সরকার তাই করে যাচ্ছে এবং করে যাবে। এ কারণেই নীতিমালা সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে। নীতিমালায় যে অসঙ্গতি রয়েছে তা নিরসন করা হচ্ছে। এতে শিক্ষকদের চলমান সমস্যা সমাধান হবে।
Discussion about this post