নিজস্ব প্রতিবেদক
ব্যবসায়িক বা লাভজনক প্রতিষ্ঠানে জড়িত থাকা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের তথ্য চেয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।
সম্প্রতি এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় “Employees (Efficiency & Discipline) Statute 3(g)” ধারায় প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত কোনাে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তথা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের পূর্বানুমতি ব্যতিরেকে উপরােল্লিখিত ধারা মতে কোনাে প্রতিষ্ঠানে চাকুরী বা প্রাইভেট টিউশন কিংবা ব্যক্তিগতভাবে কোনাে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা বা কোনাে ধরণের লাভজনক প্রতিষ্ঠানের সঙ্গে প্রত্যক্ষ বা পরােক্ষভাবে জড়িত থাকতে পারেন না।
অনুমতি ব্যতীত এসব প্রতিষ্ঠানের সাথে জড়িতদের তথ্য চেয়ে এতে বরা হয়, পূর্বানুমতি ব্যতীত ইতােমধ্যে কোন শিক্ষক/কর্মকর্তা/কর্মচারী এরূপ কোনাে কাজে জড়িত হয়ে থাকলে অতিসত্বর তার সঠিক তথ্য প্রদানপূর্বক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি গ্রহণের জন্য আদেশক্রমে অনুরোধ করা হলো। ভবিষ্যতে এরূপ কাজের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণের জন্যও সংশ্লিষ্ট সকলকে অনুরােধ করা হলাে।
এরূপ কাজে জড়িত থাকলে তার দায় সংশ্লিষ্ট ব্যক্তিকেই নিতে হবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বানুমতি ব্যতিরেকে উপরােল্লিখিত কাজে জড়িত থাকার ফলে সৃষ্ট সমস্যার জন্য সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী দায়ী থাকবেন।
Discussion about this post