শাবিপ্রবি প্রতিনিধি
ভারতের পণ্ডিত দীন দয়াল পেট্রোলিয়াম বিশ্ববিদ্যালয়ের সোসাইটি অব পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার্স আয়োজিত আন্তর্জাতিক টেকনিক্যাল পেপার প্রদর্শনী প্রতিযোগিতায় ‘ডাউনস্ট্রিম’ প্যানেলে চ্যাম্পিয়ন হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের একদল শিক্ষার্থী।
অন্যদিকে একই প্রতিযোগিতার ভিন্ন ক্যাটাগরি ‘প্রোডাকশন’ প্যানেলে দ্বিতীয় স্থান অর্জন করেছে একই বিভাগের আরেকদল শিক্ষার্থী।
এতে ভারত, ফিলিপাইন, লেবানন, আলজেরিয়া, বলিভিয়ার শিক্ষার্থীদের হারিয়ে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছেন তারা।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. সাইফুল আলম এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, চার দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ‘ডাউনস্ট্রিম’ প্যানেলে চ্যাম্পিয়ন হওয়া শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মো. আবু মুগীরা, এমাদ হোসেন ও মো. আবু হাসনাত রাশেদ।
টেকনিক্যাল পেপারের শিরোনাম ছিলো ‘এ কম্পারেটিভ এনালাইসিস এমং ডিফারেন্ট বায়োডিজেল ফিডস্টকস ফাউন্ড ইন ইন্ডিয়া বাংলাদেশ এন্ড মালেশিয়া: এ রিভিউ’।
চ্যাম্পিয়ন দলের দলনেতা মো. আবু মুগীরা বলেন, করোনা পরিস্থিতির জন্য এবারই প্রথম ‘পিডিপিইউ এসপি ই ফেস্ট ২০২০’ প্রতিযোগিতাটি ৫ নভেম্বর শুরু হয়ে ৮ নভেম্বর পর্যন্ত সম্পূর্ণভাবে অনলাইনে অনুষ্ঠিত হয়। এতে শাবিপ্রবির পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে মোট ৫টি দল অংশগ্রহণ করে। গত ৮ নভেম্বর অনলাইনে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করে কর্তৃপক্ষ।
অন্যদিকে ‘প্রোডাকশন’ প্যানেলে দ্বিতীয় স্থান অধিকার করেছে একই বিভাগের ৩য় বর্ষের আরেকদল শিক্ষার্থী।
দলের সদস্যরা হলেন- মো. সামিন রিদম, নাজমুল হোসাইন ও প্রান্ত দাস। প্রোডাকশন প্যানেলে এ দলের টেকনিক্যাল পেপারের শিরোনাম ছিলো ‘এন ওভারভিউ অব রিজারভয়ের ফরমেশন ড্যামেজ এন্ড ইটস কন্সিকোয়েন্সেস এন্ড রেমেডিশন টেকনিকস’।
প্রতিযোগিতায় বাংলাদেশের ক্যাম্পাস এম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করেন একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাহিদ হাসান নাইম।
উল্লেখ্য, এই প্রতিযোগিতায় ভারত, বাংলাদেশ, ফিলিপাইন, লেবানন, আলজেরিয়া, বলিভিয়াসহ প্রায় ১০টি দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
Discussion about this post