অনলাইন ডেস্ক
দ্বিতীয় শ্রেণিতে পড়ে আরহাম। মাত্র ৬ বছর বয়সেই বিশ্বের কনিষ্ঠতম কম্পিউটার প্রোগামার হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম উঠালো ভারতের আমদাবাদের আরহাম ওম তালসানিয়া। পাইথন প্রোগামিং ল্যাঙ্গুয়েজে পাস করে এই কৃতিত্ব অর্জন করে আরহাম। এর আগে মাইক্রোসফট সার্টিফিকেশন পরীক্ষাও পাস করেছিল সে।
এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে আরহাম বলে, বাবা আমাকে কোডিং শিখিয়েছে। ২ বছর বয়স থেকেই ট্যাব ব্যবহার করা শুরু করি। ৩ বছর বয়সে জানতে পারি বাবা পাইথন প্রোগামিং নিয়ে কাজ করছে। বাবাই আমার অনুপ্রেরণা।
তিনি আরো বলেন, পাইথনের সার্টিফিকেট যখন পেলাম ছোট ছোট গেম বানানো শুরু করি। গিনেস সংস্থা থেকে আমার কাজের নমুনা চেয়ে পাঠানো হয়। কয়েক মাস পর তারা জানায় গিনেস রেকর্ডের জন্য নির্বাচিত হয়েছি।
আরহাম জানায়, সে গেম বানাবে, কোডিং নিয়ে আরও উন্নত মানের কাজ করবে। পাশাপাশি সবাইকে সহযোগিতাও করবে।
আরহামের বাবা ওম তালসানিয়া পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
আরহামের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাওয়া হলে সে বলে, সেপ ব্যবসায়ী হতে চায় এবং সবাইকে সাহায্য করতে চায়। কোডিং শিক্ষাকে কাজে লাগিয়ে সে বিভিন্ন অ্যাপ, গেম এবং সিস্টেম তৈরি করতে চায়। যাদের সাহায্যের দরকার তাদের সাহায্যের জন্য কাজ করতে চায় সে।
আরহামের বাবা বলেন,ছোট থেকেই বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেটের প্রতি আকর্ষণ ছিল তার। মোবাইল কিংবা ট্যাবলেটে ঘন্টার পর ঘন্টা গেম খেলত সে। একইসঙ্গে সুডোকু বা পাজেল সলভ করত। এই ভাবেই ভিডিও গেম তৈরি করার প্রতি আকর্ষণ জাগে আরহামের। তার আকর্ষণ দেখেই প্রোগ্রামিংয়ের প্রাথমিক শিক্ষা দিই। তবে স্বপ্নেও কল্পনা করতে পারেননি তার ছোট্ট আরহাম এইভাবে নিজের নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের জুড়ে ফেলবে।
Discussion about this post