বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে অনলাইন শিক্ষাকার্যক্রমে অংশ নিতে স্মার্টফোন কেনার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬২১ জন্য অসচ্ছল শিক্ষার্থীকে শিক্ষা ঋণ দেয়া হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ইউজিসি থেকে পাঠানো এক নোটিশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
এতে তালিকাভুক্ত প্রত্যেক শিক্ষার্থীকে বিনা সুদে ৮ হাজার টাকা করে ঋণ দেবে ইউজিসি। এ ঋণ অধ্যায়নকাল থেকে সনদপ্রাপ্তির পূর্ব পর্যন্ত যেকোনো সময় সমান চার কিস্তিতে বা এককালীন পরিশোধ করতে পারবেন শিক্ষার্থীরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃক আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের যে তালিকা কমিশনে প্রেরণ করা হয়েছে তাদেরকে ঋণের বিষয়টি যথাযথভাবে অবিহিত করতে হবে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃক কমিশনে প্রেরিত তালিকায় শিক্ষার্থীর নাম আছে কিনা তা পুনরায় যাচাই করিয়া দেখিতে হইবে এবং কমিটির সুপারিশের আলোকে অনধিক ৮ হাজার টাকা সংশ্লিষ্ট শিক্ষার্থীকে ব্যাংক হিসাবের মাধ্যমে আগামী ৩১ জানুয়ারি, ২০২১ এর মধ্যে বরাদ্দ প্রদান করিবেন।
Discussion about this post