চৌধুরী রওশন ইসলাম।
আমার কোনো অতীত নেই;
আমি এইমাত্র আকাশ থেকে লাফ দিয়ে পড়েছি।
লোকে যতটা বিস্মিত, তার চেয়ে ঢের বেশি আমি—
কেননা, আমার লাফিয়ে পড়ার আগেই আমার জন্যে
দুনিয়া জুড়ে সম্পদের পাহাড় জমে আছে !
এত সম্পদ আমি ফুরাবো কিভাবে ?
ভেবে দেখলাম, এবং ভেবে নিয়েই ঘোষণা দিলাম— নষ্ট হবো;
দ্রুত ফুরাবে আমার পাহাড়সম সম্পদ।
আমার সম্পদ-উপদেষ্টা খানিকটা বিব্রত হয়ে
কানের কাছে ফিসফিসিয়ে বললেন,
সংবিধান সংশোধন করে সে নিয়ম আগেই বাতিল করা হয়েছে।
হাল আইনে, নষ্ট হলে বরং সম্পদ বেড়েই যাবে।
ভেবে দেখলাম, সম্পদ ফুরানোর দরকার কী !
বরং বেড়েই যাক; আমার একটা অতীত তৈরি হোক।
আমি এখন নষ্ট হবো।
Discussion about this post