অনলাইন ডেস্ক
উন্মুক্ত ডাটা বিশ্লেষণের মাধ্যমে দেশের প্রেক্ষাপটে প্রদর্শনযোগ্য কনটেন্ট বাছাই করতে ‘আমার সরকার’ প্রকল্প হাতে নিয়েছে আইসিটি বিভাগ। গুজব ও উস্কানি রোধে এই প্রকল্পের অধীনে টুইটারের সঙ্গে চুক্তি হয়েছে। ফেসবুকের সঙ্গে সমঝোতার কার্যক্রম এগিয়ে চলছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ডিজিটাল সিকিউরিটি এজেন্সি’র উদ্যোগে আয়োজিত মিথ্যা ও গুজবের ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করতে “আসল চিনি (Know the Truth)” বিশেষ ক্যাম্পেইনের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই তথ্য জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি বলেছেন, দেশের নাগরিকদের সুরক্ষায় দেশের মানুষের কোনো তথ্য যেনো বিদেশের কোনো কোম্পানির কাছে না যায় সে জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। ফেসবুক, গুগল, ইউটিউবকে বাংলাদেশ অফিস ও সার্ভার স্থাপনের জন্য তাগাদা দেয়া হচ্ছে। ডাটা প্রোটেকশন অ্যান্ড লোকালাইজেশন আইনের অধীনে এই বিষয়টি নিশ্চিত করা হবে।
ভার্চুয়াল বৈঠকের জন্য ইতোমধ্যেই ‘আসর’ নামে একটি প্লাটফর্ম তৈরি করা হয়েছে জানিয়েছে প্রতিমন্ত্রী বলেন, দেশী একটি সোশ্যাল মিডিয়া, স্ট্রিমিং প্লাটফর্ম তৈরি এবং পিপীলিকা সার্চ ইঞ্জিনকে জনপ্রিয় করতে কাজ চলছে।
হাসান বেনাউল ইসলামের সঞ্চালনায় জানানো হয়, এই ক্যাম্পেইনের অধীনে ৫০ লাখ মানুষের কাছে পৌঁছানো হয়েছে। সংশ্লিষ্ট হয়েছে ১২ লাখ ফেসবুক ব্যবহারকারী। কন্টেন্ট তৈরি হয়েছে ১০ হাজার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এলআইসিটি উপদেষ্টা সামি আহমেদ।
সচেতনতা কার্যক্রম অংশীজনদের মধ্যে উই সভাপতি নাসিমা আক্তার নিশা, ইন্সপায়রিং বাংলাদেশ প্রতিষ্ঠাতা ইমরান ফাহাদ, আমরাই ডিজিটাল বাংলাদেশের সভাপতি লিয়াকত হোসাইন, বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু, বাক্য মহাসচিব তৌহিদ হোসেন, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির, দুর্বারের জিয়াউর রহমান, গুজবে নিহত বাড্ডার রেনুর ভাগ্নে সৈয়দ নাসির উদ্দিন টিটু।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পর্থ প্রতিম দেব বলেছেন, সত্য-মিথ্যার মধ্যে পার্থক্য না করে চলাটাই আত্মহত্যার শামিল।
আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম জানান দেশজুড়েই এই সচেতনতা কার্যক্রম চলছে।
গুজব মুক্ত বাংলাদেশ গড়তে অনলাইনে ‘মিস ইনফরমেশন ও ডিস ইনফরমেশন’ এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে বলে জানান অনুষ্ঠানের সভাপতি ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক মোঃ রেজাউল করিম।
Discussion about this post