ঢাবি প্রতিনিধি
আগামীকাল শুক্রবার (১৩ নভেম্বর ) থেকে মাস্ক পরা ছাড়া কাউকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে দেয়া হবে না। করোনা নিয়ন্ত্রণে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী। তিনি বলেন, কোভিড-১৯ নিয়ন্ত্রণে সরকারি যে সিদ্ধান্ত তা বাস্তবায়ন করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
তিনি আরও বলেন, মাস্ক ব্যবহারে সরকারি যে সিদ্ধান্ত আছে, আমরা সেটাই বাস্তবায়ন করবো। আমি আমার টিমকে বলে দিয়েছি, তারা বিষয়টি দেখবে।
উল্লেখ্য, করোনার বিস্তার রোধে চলতি বছরের ১৯ মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। হলগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সীমিত পরিসরে দাপ্তরিক কর্মকাণ্ড চলছে।
Discussion about this post