নিজস্ব প্রতিবেদক
করোনার বন্ধে শিক্ষার্থীদের দেয়া অ্যাসাইমেন্ট কার্যক্রম মনিটরিং করতে মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে অ্যাসাইনমেন্ট নিয়ে ফি নেয়া হচ্ছে কিনা, বাড়ির কাজ বা পরীক্ষা নেয়া হচ্ছে কিনা এবং সার্বিক নির্দেশনা মেনে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরিচালনা করছে কিনা সে প্রতিবেদন অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে কর্মকর্তাদের। তিন সপ্তাহ পরপর দুই দফায় কর্মকর্তাদের মনিটরিং প্রতিবেদন অধিদপ্তরে পাঠাতে হবে।
শিক্ষা অধিদপ্তর থেকে সব আঞ্চলিক পরিচালক, উপ-পরিচালক এবং সব জেলা-উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে এসব নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। সম্প্রতি অ্যাসাইনমেন্ট কার্যক্রম নিয়ে নানা অনিয়মের বিভিন্ন অভিযোগ নিয়ে দেশের কয়েকটি শিক্ষা বিষয়ক ডিজিটাল পত্রিকায় একাধিক প্রতিবেদন প্রকাশের পর এ নির্দেশনা দেয়া হল।
এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের দেয়া অ্যাসাইনমেন্ট কার্যক্রম মনিটরিং করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পাঠানো নির্দেশনায় কর্মকতাদের নিজ নিজ আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করে অধিদপ্তরে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে। প্রতি তিন সপ্তাহ পর পর এ প্রতিবেদন পাঠাতে হবে। আগামী ২৬ নভেম্বরের মধ্যে প্রথম দফায় তিন সপ্তাহের এবং ২০ ডিসেম্বরের মধ্যে দ্বিতীয় দফায় তিন সপ্তাহের প্রতিবেদন পাঠাতে
বলা হয়েছে।
প্রতিবেদনে কি কি বিষয় মনিটরিং করতে হবে সে বিষয়েও নির্দেশনা দেয়া হয়েছে শিক্ষা কর্মকর্তাদেরর। ১ নভেম্বর থেকে অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়েছে কিনা, অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের প্রতি সপ্তাহে তিনটি অ্যাসাইমেন্ট দেয়া হচ্ছে কিনা, শিক্ষার্থীরা সাদা কাগজে অ্যাসাইনমেন্ট নিজ হাতে করে তা জমা দিচ্ছে কিনা, স্বাস্থ্যবিধি মেনে অ্যাসাইনমেন্ট জমা ও গ্রহণ করা হচ্ছে কিনা, শিক্ষার্থীদের মূল্যায়নের সবল বা দুর্বল দিকগুলো লিপিবদ্ধ রাখা হচ্ছে কিনা তা প্রতিবেদনে জানাতে হবে।
এছাড়াও অ্যাসাইনমেন্ট মূল্যায়ন যথাসময়ে শিক্ষার্থীদের কাছে পৌছানো ও তা আবার ফেরত এনে প্রতিষ্ঠানে সংরক্ষণ করা হচ্ছে কিনা, এ কার্যক্রম ছাড়া শিক্ষার্থীদের কোন পরীক্ষা বা বাড়ির কাজ নেয়া হচ্ছে কিনা, বেতন বা ফি নিয়ে সরকারের নির্দেশ মানা হচ্ছে কিনা তাও জানাতে বলা হয়েছে মাঠপর্যায়ের কর্মকর্তাদের।
Discussion about this post