নিজস্ব প্রতিবেদক
অনলাইন ক্লাসের সুবিধার্থে অসচ্ছল শিক্ষার্থীদের ইন্টারনেট খরচ দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এজন্য শিক্ষকদের একদিনের বেতন কর্তন করে সংগৃহীত অর্থ বিভাগীয় সভাপতিদের হাতে চেকের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপাচার্যের সম্মেলনকক্ষে উপাচার্য অধ্যাপক আবদুস সালামের হাতে এ চেক তুলে দেয়া হয়।
এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক কাজী আখতার হোসেন বলেন, ‘অসচ্ছল শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে নেট কেনার সুবিধার্থে আমরা এ উদ্যোগ হাতে নিয়েছি। আমরা বিভাগীয় সভাপতিদের হাতে চেক তুলে দিয়েছি। বিভাগ তার অসচ্ছল শিক্ষার্থী বাছায় করে টাকা বন্টন করবে।’
Discussion about this post