বিশেষ প্রতিবেদক
বন্দরনগরী চট্টগ্রামে আত্মপ্রকাশ করলো Sendy.com.bd (সেনডি.কম.বিডি) নামে একটি আধুনিক ই-কমার্স ওয়েবসাইট ও মোবাইল এ্যাপ ।গতকাল শুক্রবার ২০ নভেম্বর ২০২০ বিকেলে মেহেদীবাগস্থ বিথম কলেজ অফ প্রফেশনালস মিলনায়তনে বিশিষ্ট সুধীজনদের সম্মেলনে ALL IN ONE PLACE স্লোগান নিয়ে যাত্রা শুরু করে এই প্রতিষ্ঠানটি। এর প্রতিষ্ঠাতা তথ্যপ্রযুক্তি অঙ্গনের তিন তরুণ উদ্যোক্তা সোহেল ইরফান, রাসেল পাল ও মোহাম্মদ সোয়েবুল ইসলাম।
অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এস. এম. মোস্তাইন হোসেন (উপপুলিশ কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ), চৌধুরী ফরিদ (সাধারণ সম্পাদক, চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম ব্যুরো প্রধান, চ্যানেল আই), শাহনেওয়াজ রিটন (এক্সিকিউটিভ এডিটর, মহানগর নিউজ), মোঃ জাকের হোসেন (প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ, বিথম কলেজ অফ প্রফেশনালস), রুম্মান আহমেদ (সভাপতি, খুলশী কনকর্ড টাউন ব্যবসায়ী সমিতি), রাইসুল উদ্দিন সৈকত (চেয়ারম্যান, এলবিয়ন গ্রুপ), এস,এম, পারভেজ (সম্পাদক, শিক্ষার আলো ডট নেট) এবং শাপলা পাল (সংগীত শিল্পী)।
অতিথিবৃন্দ ই-কমার্স Sendy এর উদ্যোক্তাদের অভিনন্দিত করেন। উপপুলিশ কমিশনার এস. এম. মোস্তাইন হোসেন তাঁর বক্তব্যে বলেন, বর্তমানে অনলাইন শপিং একটি সময়ের চাহিদা।সততার সাথে এটি পরিচালনা করা গেলে ভোক্তারা এ থেকে ভীষণ উপকৃত হন।তবে ব্যবসায়ী এবং গ্রাহক উভয়ে পরস্পরের স্বার্থের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। চট্টগ্রাম প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক চৌধুরী ফরিদ তরুণ উদ্যোক্তাদের স্বাগত জানিয়ে বলেন, কোভিড পরিস্থিতিতে অনলাইনে কেনাকাটা অত্যন্ত জনপ্রিয় এবং নিরাপদ বলে স্বীকৃতি পেয়েছে।তিনি উদ্যোক্তাদের সততা ও বিশ্বস্ততার সাথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।এছাড়া অন্যান্য বক্তাগণও সেন্ডির সাফল্য কামনা করে নানা দিকনির্দেশনা দেন।
বক্তব্য শেষে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষনা করা হয়। সবশেষে, প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে ধারনা প্রদান করে ক্রেতাদের সার্বিক সহযোগিতার আশা করেন। পরিচালক সোহেল ইরফান জানান, দীর্ঘদিনের লালিত স্বপ্ন আজ পূরণ হলো। আমরা সম্মানিত গ্রাহকবৃন্দের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে প্রতিষ্ঠান পরিচালনার অংগীকার করছি।
Sendy ক্রেতাদের যাপিতজীবনের সকল প্রকার সামগ্রী সরবরাহ করবে সারা দেশব্যাপী।বিশেষত প্রতিমাসের গ্রোসারী ও ঔষধ নিয়ে থাকবে বিশেষ প্যাকেজ। আর উদ্বোধন উপলক্ষে ডিসেম্বর মাস জুড়ে ডেলিভারী চার্জ ফ্রি !
Discussion about this post