দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের কলেজ বা বোর্ড পরিবর্তনের আবেদন গ্রহণ শুরু করছে ঢাকা শিক্ষা বোর্ড। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে কলেজ পরিবর্তনের ইটিসির আবেদন করা যাবে। আর একই সময়ে বোর্ড পরিবর্তনের আবেদন ম্যানুয়ালি গ্রহণ করা হবে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (https://dhakaeducationboard.gov.bd/) ইটিসি অপশনে গিয়ে ১৬ নভেম্বর থেকে এ আবেদন করা যাচ্ছে। টিসি আবেদনের ফি ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সোনালী সেবার মাধ্যমে এ ফি জমা দিতে হবে। এ ছাড়া বিজ্ঞপ্তিতে কলেজ ও বোর্ড পরিবর্তনে টিসি আবেদনের প্রক্রিয়া বর্ণনা করা হয়েছে।
এ ছাড়া বোর্ডের ওয়েবসাইট থেকে ফরম ডাউনলোড করে তা সঠিকভাবে পূরণ করে দুই প্রতিষ্ঠানের অধ্যক্ষের সুপারিশসহ তা বোর্ডে জমা দিয়ে টিসির আবেদন করতে হবে।
Discussion about this post