ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের আগে আর নিজ দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগে খেলবেন না ওয়ার্নার।টানা বায়ো সিকিউর বাবলে থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে পড়েছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নার। যে কারণে নিয়েছেন বেশ কঠিন এক সিদ্ধান্ত।।
শুধু নিজে না খেলার সিদ্ধান্তই নেননি ওয়ার্নার, তার মতে পরিবার থাকা যেকোন ক্রিকেটার এমন ১২ মাস ধরে বায়ো সিকিউর বাবল ও কোয়ারেন্টাইনে থেকে খেলা চালিয়ে নিতে পারবে না। আর এ কারণেই মূলত অবসরের আগে আর বিগ ব্যাশে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আর এবার পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য বিগ ব্যাশকে আরও লম্বা সময়ের জন্য না করে দিলেন তিনি। অস্ট্রেলিয়া জাতীয় দল থেকে অবসরের পর বিগ ব্যাশে ফিরতেও পারেন ওয়ার্নার। তবে বিগ ব্যাশে না খেললেও, পরিবর্তিত নিয়মগুলো সম্পর্কে খোঁজখবর ঠিকই রেখেছেন তিনি।
এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমার মতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের সঙ্গে যদি আপনি বিশ্বের অন্যান্য সেরা ক্রিকেটারদের আনতে পারেন। এতে হয়তো নিয়মের পরিবর্তনগুলোর প্রভাব ভালোভাবে বোঝা যাবে। তবে আমি মনে করি, নিয়ম বদলানোর চেয়ে সেরা খেলোয়াড় আনাটাই বেশি গুরুত্বপূর্ণ।’
অবসরের আগে আর বিগ ব্যাশে না খেলার ব্যাপারে তিনি বলেছেন, ‘আমাদের জন্য, যারা তিন ফরম্যাটের ক্রিকেটেই খেলি, তাদের জন্য অন্যকিছু খেলা কঠিন। এমনকি মাঝে কিছু সময় পেলে সেটা বিরতি বা বিশ্রাম হিসেবেই কাটানো দরকার হয়। কারণ এরপরই আবার গ্রীষ্মকালীন ব্যস্ত সূচি শুরু হয়ে যায়।’
Discussion about this post