বিশেষ প্রতিবেদক
করোনায় থমকে গেছে, ২০২১ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যক্রমের বই ছাপার বেশিরভাগ পরিকল্পনা। শুধু ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে নতুন সহায়ক পাঠ্ এবং নবম দশম শ্রেণির ব্যাকরণ বই নতুন পাবেন শিক্ষার্থীরা। সেই সাথে এবার অন্তত ১০ শতাংশ খরচ বেশি হওয়ার শঙ্কা ছাপাখানাগুলোর। সবমিলিয়ে সাড়ে ৩৫ কোটি নতুন বই দেয়ার পরিকল্পনা সরকারের।
বই ছাপা হবে নতুন পাঠ্যক্রমে। যেখানে পাঠের বিষয় আর সূচিতে থাকবে নানা পরিবর্তন। ২০১২’র পর আসছে বছর থেকে প্রাথমিক আর মাধ্যমিকের পাঠ্যক্রম ঢেলে সাজানোর পরিকল্পনা ছিলো সরকারের। টানা কয়েক বছর ধরে বিভিন্ন ধাপে পরিবর্তন আর পরিমার্জনের সেই উদ্যোগে বাধ সেধেছে, করোনা মহামারি।
তাই, আসছে বছর নতুন পাঠ্যক্রমে হচ্ছে না প্রথম, দ্বিতীয় ও ষষ্ঠ শ্রেণীর বই ছাপা। শুধু মাধ্যমিকে সহায়ক পাঠ্য ‘আনন্দ পাঠ’ এবং নবম দশম শ্রেণির ব্যাকরণ বই নতুনভাবে ছেপে খুশি থাকতে হচ্ছে শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে জানিয়েছেন এনসিটিবি চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা।
২০২১ সালের নতুন বইয়েও নেই তেমন কোনো পরিবর্তন। তবে, ছাপার খরচ বাড়ার শঙ্কা মুদ্রণ শিল্প সমিতির।
বিনামূল্যে বিতরণের জন্য এ বছর সব মিলিয়ে সাড়ে ৩৫ কোটি বই ছাপছে সরকার।
Discussion about this post