ক্রীড়া ডেস্ক
আজ ইউক্রেনে খেলতে যাচ্ছে বার্সেলোনা তবে মেসিকে ন্যু ক্যাম্পে রেখেই । নাহ! কোনো বিরোধ কিংবা গন্ডগোল নয়, মেসিকে বিশ্রাম দিতেই মূলতঃ এই সিদ্ধান্ত নিলেন কোচ রোনাল্ড কোম্যান।
অতিরিক্ত ম্যাচের ধকল কাটিয়ে উঠতে লিওনেল মেসিকে তাই বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিলেন ম্যানেজার রোনাল্ড কোম্যান। আজ (মঙ্গলবার) ডায়নামো কিয়েভের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে বার্সার হয়ে তাই মাঠে নামা হচ্ছে না মেসির।
এমনিতেই পায়ে চোট রয়েছে মেসির। সেটা উপেক্ষা করেই তিনি বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচ খেলতে গেছেন আর্জেন্টিনায়। এরপর বার্সায় ফিরেই খেলতে হয়েছে লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। যদিও সেই ম্যাচে পরাজয়ই বরণ করতে হয়েছে তাদেরকে।
বার্সা কোচ কোম্যান বলেছেন, ‘আমরা ঠিক করেছি এই ম্যাচে মেসিকে বিশ্রাম দেওয়া হবে। লিও ছাড়াও খেলবে না মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডি জং। জাতীয় দলের হয়ে মেসি এবং ফ্র্যাঙ্কি সব ম্যাচেই পুরো ৯০ মিনিট করে খেলেছে। এবার একটু ওদের স্বস্তি দেওয়া প্রয়োজন।’
চলতি মৌসুমে এমনিতেই নিজের সেরা ফর্মে নেই মেসি। এখনও পর্যন্ত বার্সার হয়ে ১১টি ম্যাচ খেলেছেন। কিন্তু কোনোটাতেই নিজেকে ঠিকমত মেলে ধরতে পারেননি। এ কারণেই মূলতঃ কোচ মনে করছেন, মেসির বিশ্রাম প্রয়োজন।
এদিকে মেসি খেলবেন না বলে আরও বেশি সতর্ক ডায়নামো কিয়েভ। দলটির কোচ মিরসিয়া লুকেসকু মনে করেন, মেসি না থাকায় বার্সা আরও বেশি সতর্ক এবং ডিফেন্সিভ হয়ে খেলবে।
Discussion about this post