নিজস্ব প্রতিবেদক
২০২১-এ দেশ সেরা বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাক বিশ্ববিদ্যালয়।মঙ্গলবার (২৪ নভেম্বর) এশিয়ার মধ্যে সেরা বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং প্রকাশ করে কিউএস। তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক র্যাংকিং থেকে এ তথ্য জানা যায়।
র্যাংকিং অনুযায়ী দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি) রয়েছে তৃতীয় অবস্থানে। এর পরেই রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। পঞ্চম অবস্থানে রয়েছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়।
এছাড়া ষষ্ঠ অবস্থানে রয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। সপ্তম অবস্থানে রয়েছে আহ্ছানউল্লাহ ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি এবং অষ্টম অবস্থানে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এছাড়া দেশের আর কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় এই র্যাংকিংয়ে স্থান পায়নি।
প্রসঙ্গত, মোট পাঁচটি মানদণ্ড যাচাই করে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে গৃহীত তথ্যের ভিত্তিতে এই প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় র্যাংকিং প্রদান করে। পাঁচটি মানদণ্ড হচ্ছে, প্রাতিষ্ঠানিক খ্যাতি, শিক্ষক ও প্রাতিষ্ঠানিক কর্মচারীদের যোগ্যতা ও দক্ষতা, শিক্ষক-ছাত্রের অনুপাত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিভাগীয় কৃতিত্ব তথা গবেষণা ও অন্যান্য এবং আন্তর্জাতিক পর্যালোচনা।
Discussion about this post