২০১০ খ্রিষ্টাব্দ থেকেই ইবতেদায়ি সমাপনী পরীক্ষা পরিচালনার দায়িত্ব ছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের। কিন্তু দীর্ঘ দশ বছর পর এ পরীক্ষা পরিচালনার দায়িত্ব নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ ও মাদরাসা শিক্ষা বোর্ডের মাধ্যমে আগামী বছর থেকে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা নেয়া হবে। ২০২১ খ্রিষ্টাব্দ থেকে এ পরীক্ষা পরিচালনার জন্য মাদরাসা শিক্ষা বোর্ডকে নির্দেশ দেয়া হয়েছে।
২০১৬ খ্রিষ্টাব্দের ৩০ নভেম্বের থেকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের মাধ্যমে মাদরাসা শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। কিন্তু ইবতেদায়ি সমাপনী পরীক্ষা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরিচালনা করতো। ২০১৯ খ্রিষ্টাব্দের পরীক্ষাও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়েছে। ২০২০ খ্রিষ্টাব্দে মহামারি করোনার কারণে এ পরীক্ষা হচ্ছে না।
বিশেষায়িত হওয়ায় কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের মাধ্যমে এ পরীক্ষার সব কার্যক্রম পরিচালনার অনুরোধ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সে প্রেক্ষিতে ২০২১ খ্রিষ্টাব্দ থেকে ইবতেদায়ি সমাপনী পরীক্ষা সব কার্যক্রম গ্রহণের জন্য মাদরাসা শিক্ষা বোর্ডকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ।
Discussion about this post