খেলাধূলা ডেস্ক
গোল উৎসর্গ করতে গিয়ে হলুদ কার্ড পেলেন ফুটবলের অন্যতম তারকা আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।
এমন ঘটনাটি ঘটে রবিবার দিবাগত রাতে স্প্যানিশ লিগে বার্সেলোনা বনাম ওসাসুনার ম্যাচে। ম্যাচটি কাতালানরা জেতে ৪-০ গোলে। দলের হয়ে দুর্দান্ত একটি গোল করেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। গোলটি করে তা প্রয়াত গুরু ম্যারাডোনাক উৎসর্গ করার জন্য বার্সার জার্সি খুলে ভেতরে থাকা ওল্ড বয়েজের জার্সি পরে হাত দুটো উপরে তুলে ধরেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
আর বার্সার জার্সি খুলতেই বেড়িয়ে এলো লিওয়েলস ওল্ড বয়েজ ক্লাবের জার্সি নম্বর ১০। এই জার্সিতেই নিজের ক্যারিয়ারের শেষ সময়টা খেলেছিলেন ফুটবলের কিংবদন্তি ম্যারাডোনা। ঠিক একইভাবে মেসির ক্লাব ক্যারিয়ারও শুরু হয়েছিল এই ক্লাবের মধ্য দিয়ে।
এদিকে গোলের পর দুই হাত বাড়িয়ে সাবেক গুরুর প্রতি ভালোবাসার চুম্বনও ছুড়ে দেন মেসি। কিন্তু মাঠের রেফারি বিষয়টি আবেগের দৃষ্টিতে দেখেননি। তিনি সঙ্গে সঙ্গে বার্সা অধিনায়ককে হলুদ কার্ড দেখান। এতে অবশ্য তার দোষ নেই। কারণ নিয়ম এটাই। কিন্তু এই হলুদ কার্ড দেখিয়ে স্বস্তিতে নেই রেফারি। তিনি নিজেই চান, ফিফা যেন মেসির হলুদ কার্ড প্রত্যাহার করে নেয়।
প্রিয় গুরুকে গোল উৎসর্গ করতে গিয়ে বার্সার জার্সি খোলায় নিয়ম অনুযায়ী হলুদ কার্ড দেখতে হয়েছে মেসিকে। তবে ম্যাচের রেফারি অ্যান্তোনিও ম্যাতিউ আশা প্রকাশ করেন মেসির এই হলুদ কার্ড প্রত্যাহার করে নেবে ফিফা।
Discussion about this post