ভিকারুননিসা নুন স্কুল ও কলেজের ১০ম শ্রেণির শিক্ষার্থী মাসফিয়া আফরিন। প্রাথমিক সমাপনিতে জিপিএ ৫ প্রাপ্ত এই কিশোরী একইসাথে টেনিস, আবৃত্তি, ডুডলিং, ছবি আঁকা, সাইকেলিংয়ে পারদর্শী। ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেয়া আফরিন টেনিস নিয়ে স্বপ্ন দেখেন বাংলাদেশের হয়ে দেশ বিদেশ নাম করবে। টেনিস মাঠে দেশের নাম ছড়াবে। বাবা মোহাম্মদ মাহমুদ আলম ও মা সাদিয়া আফরিন নিপা দম্পত্তির দুই সন্তানের মধ্যে বড় মাশফিয়া আফরিন। ছোট বোন ছয় বছরের মাসতুরা আফরিন।
টেনিস শেখা যেভাবে
আফরিন বলে, বাবার দেওয়া অনুপ্রেরণায় চার বছর বয়সে টেনিস খেলা শুরু করি। প্রথম টুর্নামেন্টেই পুরষ্কার পেয়ে আমার আগ্রহ বাড়ে এবং রেগুলার প্র্যাক্টিস শুরু করি। ধীরে ধীরে জাতীয় পর্যায়ে ভালো করতে থাকি ও ন্যাশনাল টিমে সিলেক্ট হই। ২০১৬ সালে খেলা প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট এ সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অংশ নেই, কিন্তু ফলাফল এতটা ভালো হয় না। ২০১৭ তে জাতীয় দলের হয়ে নেপালে যাই ও দক্ষিন এশিয়ার মধ্যে ৪র্থ হয়ে ফিরি। ওই বছর ই খেলা আরো দুটি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেই ও যথাক্রমে ৭ম ও ৪র্থ হই। এই বছর জানুয়ারিতে যাই ভিয়েতনামে, বড় একটা টুর্নামেন্ট খেলতে। সেখানে ছিল এশিয়ার ২৫ দেশের জুনিয়র লেভেলের ভালো ট্রেনিং প্রাপ্ত খেলোয়াড়রা। আমাদের দেশের তাই তেমন আশা ছিল না। কিন্তু অবিশ্ববাস্য ভাবে আমরা অনেকগুলো স্ট্রং প্লেয়ার কে হারিয়ে দিয়ে দ্বৈত বিভাগে সেমিফাইনালিস্ট হয়ে যাই।
আর ডুডলিং এর ক্ষেত্রে বলতে গেলে প্রথমে বাসা থেকে এগুলো করতে এক প্রকার নিষেধ ই করতো। কিন্তু যখন দেখলো যে আমার পড়াশুনার ক্ষতি হচ্ছে না এবং আমি টাকা আয় করতে পারছি এটার মাধ্যমে, তখন সাপোর্ট পেতে লাগলাম। এছাড়া সাইকেল চালাতে খুব ভালবাসি। স্কুলে যাওয়াসহ নিজে নিজে কোথাও গেলে সাইকেল আমার সঙ্গী হয়ে থাকে।
লেখাপড়ার বাইরে এসকল অতিরিক্ত কাজ করতে লেখাপড়ার কোন সমস্যাই হয়নি!
কারণ পড়ার সময় পড়ি, খেলার সময় খেলি, এই নীতিতে বিশ্বাসী আফরিন। ক্লাসে ১ম/২য় হতে পারেনি বলে আফসোস নেই তার।, দেশের পতাকা হাতে আন্তর্জাতিক প্রাঙ্গনে দাঁড়াতে পেরেছে এটাই তার কাছে বড় পাওয়া।
তাই বলে এ সাফল্য সহজে ধরা দেয়নি! এ বিষয়ে আফরিনের ভাষ্য – আমাদের মত দেশে যেখানে ঘর থেকে বের হলেই মেয়েদের নানান রকম কথা শুনতে হয়, সেখানে স্পোর্টস ড্রেসাপ নিয়ে বাঁধার সম্মুখীন হওয়া স্বাভাবিক। এছাড়াও আছে বিভিন্ন সমালোচোনা, টুর্নামেন্ট এর সময় স্কুল থেকে ছুটি না পাওয়া ইত্যাদি। আবার আমাদের এখানে ক্রিকেট ফুটবলের মত খেলা নিয়ে বেশি মাতামাতি হয়, সরকার থেকে খুব ই কম সাহায্য পাই। আন্তর্জাতিক মানের ট্রেনিং ও পাই না। মোট কথা পুরো পরিবশেটাতেই কিছু কিছু সমস্যা আছে যার কারণে মেয়েরে সাংস্কৃতি ও স্পোর্টসে আসতে চায় না। মানুষেরও সচেতনতার অভাব আছে, তারা কিন্তু সারা দুনিয়ার খেলা দেখে। বিদেশের মেয়ে খেলোয়ারদের খেলাও দেখে কিন্তু বাংলাদেশের মেয়েদের খেলতে দেখলে অনেকেরই ব্রু কুচকে যায়। বার্তমান পেক্ষাপটে সহশিক্ষা অনেক বেশি প্রয়োজন, শুধু পড়াশুনা করে সফল হওয়া অনেক মুশকিল।
টেনিস নিয়ে অনেক স্বপ্ন আফরিনের!
পড়াশুনা শেষ করে দেশের জন্য কিছু করতে চায় সে।। টেনিসে বিশ্বের মাঠে বাংলাদেশের হয়ে খেলে ক্রিকেটের মত টেনিস দিয়েও বাংলাদেশকে পরিচয় করানোর স্বপ্ন দেখে আফরিন।।
আফরিন: এপর্যন্ত অনেক পুরস্কার পেয়েছে, যারমধ্যে (টেনিস- জাতীয়):
1.Euro Group Uttara club tennis
tournament 2016 -Champion
2. Walton first open tennis tournament 2016 -Champion
3.sadhinota dibosh tennis tournament-2016 – 1st runner up
4.Runner Group open tennis tournament- 2016- 1st Runner up
5.Inter School Tennis Tournament 2015 -Champion
6. Inter school Tennis tournament- 2014 -Champion
7. Engineer Jabbar Memorial tennis tournament- 2014 -Champion
8. Runner group national tennis tournament 2014 – 3rd position
9. Inter school Tennis tournament 2013 -Champion
10. Inter school Tennis tournament 2012 (singles)- Champion
11. Inter school Tennis tournament 2012 (doubles) -Champion
12. Inter school Tennis tournament 2012 (team event) – 2nd position
13.Atn bangla kids tennis tournament 2012 – runner up
14.Atn bangla kids tennis tournament-2013 -3rd position
15.Sony national tennis tournament – 2011 – 3rd position
16.Shahjalal Islamic bank tennis tournament 2010- 6th position
17. Runner group national tennis tournament 2010 8th position
18.Runner group national tournament- 2011 -2nd position
19. Atn Bangla national kids tennis tournament 2010 – 3rd position
20. Engineer Jabbar Memorial tennis tournament -2010 – participante
21.AIUB national tennis tournament 2017 – Champion
22.Victory day Tennis tournament 2017- Champion
23. gushan youth club 9th yoth carnival 2017- champion
24.tanaka premium paper independenence day tennis tournament 2018- champion
25.runner group victory day tennis tournament 2017- champion
26.FSIB junior challenger tennis tournament 2018- champion
টেনিস- আন্তর্জাতিক:
1.
Asian 14 & under development tennis tournament 2018- Ho chi min city,
Vietnam-semi-finalist- it was the highest result of Bangladesh girls team.
2.BKSP Asian under 14 tennis tournament 2017- Bangladesh – 4th
3. Bengal plastic asian under 14 tennis tournament 2017- 7th
4. South Asian Regional Championship 2017- Kathmandu, Nepal- semi finalist team
5. Bengal plastic asian under 14 tennis tournament 2016 – Bangladesh-14th
চিত্রাঙ্কনে পুরস্কার:
১. শেখ রাসেল জাতীয় শিশুকিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০১৩- প্রথম স্থান।
২. শহিদ সার্জেন্ট জহুরল হক দিবস চিত্রাংকন প্রতিযোগিতা ২০১৭- অংশগ্রহণকারী।
Discussion about this post