নিজস্ব প্রতিবেদক
গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তনের বিষয়টি সম্মন্ধে জানিয়েছেন গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মীজানুর রহমান।
গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ড. মীজানুর রহমান বলেছেন, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার সাথে বিভাগ পরিবর্তনের বিষয়টি জড়িত নয়। ভর্তি পরীক্ষার মাধ্যমে শুধুমাত্র একজন শিক্ষার্থীকে তার প্রাপ্ত নম্বর জানিয়ে দেয়া হবে। রেজাল্ট প্রকাশের পর গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশ নেয়া বিশ্ববিদ্যালয়গুলো তাদের ওয়েবসাইটে ভর্তি নীতিমালা প্রকাশ করবে। এই নীতিমালা অনুযায়ী ছাত্র-ছাত্রীরা ভর্তির সুযোগ পাবেন।
আগামী ১৯ ডিসেম্বর গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশ নেয়া বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের নিয়ে বৈঠক হবে জানিয়ে তিনি বলেন, বিভাগ পরিবর্তনের জন্য আলাদা কোনো ইউনিটের পরীক্ষা নেয়া হবে না। বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগের জন্য তিনটি পরীক্ষা নেয়া হবে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগেই পরীক্ষা দিতে হবে।
যে সকল শিক্ষার্থী বিভাগ পরিবর্তনের জন্য প্রস্তুতি নিচ্ছিল তারা বিপাকে পড়েছেন, তাদের জন্য আপনার পরামর্শ কি? জানতে চাইলে তিনি বলেন, একজন শিক্ষার্থী সংশ্লিষ্ট বিষয়ে একাধিক বছর পড়ালেখা করে এসেছে। তার নিজ বিভাগে ভর্তি পরীক্ষা দিতে সমস্যা কোথায়? পরীক্ষার পর ছাত্র-ছাত্রীরা ভর্তি ফরম পূরণের সময় নিজের পছন্দ অনুযায়ী বিষয় নির্ধারণ করতে পারবেন।
তিনি বলেন, কেউ যদি বিজ্ঞানে পড়তে না চায় তাহলে পছন্দক্রমে সে কোন বিষয় নিয়ে পড়তে চায় সেটি উল্লেখ করলেই সমস্যার সমাধান হয়ে যায়। তবে পুরো বিষয়টি নির্ভর করছে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি নীতিমালার উপর। ভর্তি নীতিমালার শর্ত পূরণ করতে পারলে ওই শিক্ষার্থী নিজের পছন্দক্রমের বিষয় নিয়ে পড়তে পারবেন। এতে ওই শিক্ষার্থীর বিভাগ পরিবর্তন নিয়ে কোনো সমস্যা হবে না।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ার উদাহরণ টেনে মিজানুর রহমান আরও বলেন, আমাদের মানবিক বিভাগের পলিটিক্যাল সায়েন্স বিভাগের সিট সংখ্যা ১০০। এর মধ্যে ৮০টি আসন এইচএসসিতে মানবিক বিভাগ নিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বরাদ্দ থাকে। বাকি ২০টির মধ্যে ১০টি বিজ্ঞান বিভাগের আর ১০টি আসন বরাদ্দ থাকে বাণিজ্য বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য। একজন কমার্সের শিক্ষার্থী যদি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তে চায় তাহলে ভর্তি ফরম পূরণের সময় তাকে পলিটিক্যাল সায়েন্স বিষয়টি পছন্দক্রমে রাখতে হবে। সে যদি পলিটিক্যাল সায়েন্স বিভাগে ভর্তির শর্ত পূরণ করতে পারে তাহলে ওই বিষয় নিয়ে সে পড়তে পারবে।
Discussion about this post