খসড়া তালিকায় যেসব শিক্ষকদের নামের পাশের মন্তব্য কলামে এসিআর নেই বলে মন্তব্য আছে তাদের এসিআর উপপরিচালকের কাছে রেজিস্ট্রার ডাক যোগে পাঠাতে বলা হয়েছে। এসিআর ছাড়া অন্যকোন ভুল যেমন, নিয়োগ ও যোগদানের তারিখ, জন্ম তারিখ, নিজ জেলা, বিএড পাসের তারিখ সংক্রান্ত আপত্তি থাকলে বা খসড়া তালিকা নাম না থাকলে প্রমাণক কাগজপত্রসহ ইমেইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে। আর তালিকার কোন শিক্ষক মৃত্যুবরণ করলে বা সাময়িক বরখাস্ত হলে বা চাকরি থেকে অব্যহতি পেলে উপপরিচালকের কাছে জানাতে প্রতিষ্ঠান প্রধানদের বলা হয়েছে।
Discussion about this post