নিউজ ডেস্ক
হাজার বছররের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে চিরস্মরনীয় করে রাখার নিমিত্তে বঙ্গবন্ধুর জীবদ্দশায় ১৯৭২ সালের ৩০ জুনে বঙ্গবন্ধুর প্রতি অকৃত্রিম ভালবাসা নিদর্শন স্বরুপ ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায় প্রতিষ্ঠিত হয় নেকমরদ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ। জাতির জনকের ভাস্কর্য শোভিত অত্যন্ত মনোরম পরিবেশে ৫.১৫ একর জমির উপর প্রতিষ্ঠিত কলেজটি ৪৮ বছর ধরে টিকে আছে ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯১ সালের ২২ সেপ্টেম্বর কলেজ মাঠে বিশাল জনসভা শেষে নেকমরদ পানি উন্নয়ন বোর্ড বাংলোতে নেতাকমীদের সাথে আলাপকালে কলেজটিকে সরকারি করণসহ কিছু করার কথা বলেছিলেন কিন্ত তখন ক্ষমতায় না আসায় তা সম্ভব হয়নি।
চারটি ভবণসহ কলেজের অবকাঠামো, যাতায়ত ব্যবস্থা, শিক্ষক, কম্পিউটার ল্যাব, বিশাল লাইব্রেরী, খেলার মাঠ, ছাত্র/ছাত্রী, পাবলিক পরীক্ষার ফলাফল সবই সরকারী করণের শর্ত পূরণে সক্ষম। রানীশংকৈল, হরিপুর ও বালিয়াডাঙ্গী তিন উপজেলার প্রথম কলেজ এটি।
এলাকাবাসী ২০০৯ – ২০১৬ পর্যন্ত আশা করেছিলেন, এবার হয়ত কলেজটি জাতীয়করণ হবে কিন্তু সে আশা আশাই রয়ে গেছে। এলাকার প্রভাবশালী নেত্রীবৃন্দের অসহযোগিতারর ফলে কলেজটি জাতীয়করণের জন্য তালিকাভুক্ত হয়নি। স্বাধীনতাত্তর বাংলাদেশে ৪/৫ টি কলেজ বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠিত হয়েছিল, তার মধ্যে এটি অন্যতম। ৪৮ বছর ধরে সুনামের সাথে টিকে আছে কলেজটি।
এলাকাসী ও কলেজ কর্তৃপক্ষের প্রণের দাবী ১৯৭২ সালে প্রতিষ্ঠিত কলেজটিকে জাতীয়করণ করা হোক। মাননীয় প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
Discussion about this post