বিনোদন ডেস্ক
নব্বই দশকের তুমুল জনপ্রিয় জুটি শাবনাজ-নাঈম। অভিনয় ক্যারিয়ারে অনেক হিট সিনেমা উপহার দিয়ে দর্শক মনে স্থায়ী আসন গড়েন তারা। কিন্তু সাফল্যের চূড়ায় থাকতেই এই জুটি একসঙ্গে চলচ্চিত্র থেকে দূরে সরে যান।
এখন সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন নাঈম-শাবনাজ। এ দম্পতির দুই কন্যা সন্তান রয়েছে। পর্দা থেকে হারিয়ে গেলেও দর্শকের হৃদয়ে এখনো রয়েছেন এই জুটি। নাঈম-শাবনাজ নামে একটি ফেসবুক অ্যাকাউন্টে বেশকিছু ছবি প্রকাশ করা হয়েছে, যা এখন অন্তর্জালে রীতিমতো ঝড় তুলেছে।
আরো কিছু ছবি ছড়িয়েছে ফেসবুকে। তাতে দেখা যায়, জেলেদের জালে প্রচুর মাছ ধরা পড়েছে। আর পাশে দাঁড়িয়ে তা দেখছেন নাঈম। ছবির ক্যাপশন লেখা হয়েছে—এগুলো নাঈম-শাবনাজের পুকুরে চাষ করা মাছ। এই ছবিগুলো চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপেও শোভা পাচ্ছে। ছবিগুলো টাংগাইলের দেলদুয়ার থানার পাথরাইলে তোলা।
জানা যায়, নাঈম এখন তার গ্রামের বাড়ি টাংগাইলে কৃষিকাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
পরিচালক এহতেশামের ‘চাঁদনী’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় একসঙ্গে পা রাখেন নাঈম ও শাবনাজ। এরপর ‘দিল’, ‘জিদ’, ‘অনুতপ্ত’, ‘সোনিয়া’, ‘সাক্ষাৎ’, ‘টাকার অহংকার’, ‘ফুল আর কাঁটা’, ‘চোখে চোখে’সহ অনেক জনপ্রিয় চলচ্চিত্র উপহার দেন এই জুটি। অভিনয় ক্যারিয়ারে তারা জুটি বেঁধে ২১টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাদের একসঙ্গে অভিনীত শেষ চলচ্চিত্রের নাম ‘ঘরে ঘরে যুদ্ধ’। ১৯৯৪ সালে মুক্তি পায় এটি।
Discussion about this post