নিজস্ব প্রতিবেদক
ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস ইন্দোনেশিয়া পরিবেশবান্ধব সবুজ ক্যাম্পাসের বিশ্ব র্যাংকিং প্রকাশ করেছে । আর তাতে বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। এ নিয়ে টানা চতুর্থবারের মতো শীর্ষস্থান অর্জন করল বিশ্ববিদ্যালয়টি। গত সোমবার (৭ ডিসেম্বর) এ র্যাংকিং প্রকাশিত হয়।
এতে বাংলাদেশ থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ছাড়াও স্থান পেয়েছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি) ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।‘ইউআই গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং-২০২০’ শীর্ষক এই তালিকায় বিশ্বের বিভিন্ন দেশের ৯১২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
বিশ্ব র্যাংকিংয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) রয়েছে ১৮১তম স্থানে, ২৫৭তম স্থানে রয়েছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি) আর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রয়েছে ৮৬৭তম স্থানে।
যেখানে প্রথম অবস্থানে রয়েছে নেদারল্যান্ডের ওয়াগেনিংগেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি।
৬টি মানদণ্ডের ভিত্তিতে এ র্যাংকিং প্রস্তুত করা হয়। এসব হচ্ছে-অবকাঠামো (১৫%), শক্তি ও জলবায়ু পরিবর্তন (২১%), আবর্জনা (১৮%), পানি (১০%), পরিবহন (১৮%) এবং শিক্ষা (১৮%)।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) পক্ষ থেকে জানানো হয়েছে, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও আন্তর্জাতিকমানের শিক্ষা নিশ্চিতকরণে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের অব্যাহত প্রচেষ্টার কারণে এই মাইলফলক অর্জন সম্ভব হয়েছে। এই অর্জন শিক্ষার্থী, সমাজ ও পরিবেশের উপর ইতিবাচক প্রভাব ফেলবে তা বলার অপেক্ষা রাখে না।
Discussion about this post