নিজস্ব প্রতিবেদক
আজ (বুধবার, ০৯ ডিসেম্বর) কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন।
মানববন্ধনে প্রফেসর সাজ্জাদ মুক্তিযুদ্ধর চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধভাবে মৌলবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠীকে রুখে দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “অদম্য বাংলাদেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতেই এই ঘৃণ্য অপকর্ম।” তিনি বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশে যারা এই ধরনের ন্যাক্কারজনক কাজ করছে তাদেরকে কঠোর বিচারের আওতায় আনার দাবি জানান।
সকালে ইউজিসি ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচিতে ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, প্রফেসর ড. মো. আবু তাহের, সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান এবং পরিচালকসহ সকল কমকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।
Discussion about this post