নিউজ ডেস্ক
বাংলাদেশের ক্রিকেটের পাঁচ তারকা ক্রিকেটার গাইলেন একসঙ্গে । শুরুটা করলেন মাশরাফী বিন মোর্ত্তজা ও মাহমুদউল্লাহ। প্রথমে গাইলেন জেমসের বিখ্যাত ‘বাবা’ গানটি। দুই তারকা মিলে গাইলেন, ‘বাবা কতদিন কতদিন দেখি না তোমায়, কেউ বলে না তোমার মতো, কোথায় খোকা ওরে বুকে আয়…।’
এরপর সুর পাল্টে মাশরাফী গাইলেন, ‘বাবা তোমার দরবারে সব পাগলের খেলা!’ এবার গাইলেন সাকিব-মুশফিকও। তবে এবার শুধু গান নয়, নাচেও সবাইকে মুগ্ধ করলেন সাকিব-মাশরাফীরা। এমন নাচে-গানের মধ্য দিয়ে গতকাল শুক্রবারের রাতটি পার করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
সিনিয়র-জুনিয়র ভেদাভেদ ভুলে অন্যরকম সময় পারলেন তাঁরা। আজ শনিবার থেকে শেষ হচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা। মূলত আজ থেকেই বাদ হওয়ার পালা। তাই টুর্নামেন্টের শেষের আগে ক্রিকেটারদের আনন্দ দিতেই এই আয়োজন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই এই আনন্দ অনুষ্ঠান হয়। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ক্রিকেটারদের সঙ্গে উপস্থিত ছিলেন কোচ, ম্যানেজার, আম্পায়ার, ফিজিও, ট্রেনার ও টিমবয়রাও। অনুষ্ঠান শেষে তরুণ ক্রিকেটারদের উৎসাহ দিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী। শুধু তাই নয়, তরুণদের সঙ্গেও এক মঞ্চে নেচেছেন মাশরাফী-মাহমুদউল্লাহরা।
Discussion about this post