সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভার্চুয়ালি শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন করা হবে। এ লক্ষ্যে সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) প্রশাসন পরিচালক মো. মিজানুর রহমান স্বাক্ষরিত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পহেলা ডিসেম্বর মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ সভা অনুষ্ঠিত হয়। সে সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভার্চুয়ালি শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন করার সিদ্ধান্ত নেয়া হয়। ইতোমধ্যে মাঠ পর্যায়ে এ সিদ্ধান্তের চিঠি পাঠানো হয়েছে।
নির্দেশনায় শিক্ষার্থীদের সশরীরে বিদ্যালয় প্রতিষ্ঠানে উপস্থিত না করে অনলাইনে ই-মেইলের মাধ্যমে রচনা প্রতিযোগিতার আয়োজনসহ ভার্চুয়ালি বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
Discussion about this post