নিউজ ডেস্ক
বাংলাদেশের দরিদ্র শিশুদের শিক্ষায় ৬৫ লাখ মার্কিন ডলার (৫৫ কোটি ২৫ লাখ টাকা) দিচ্ছে বিশ্বব্যাংক। সংস্থাটির ওয়াশিংটন কার্যালয় থেকে শুক্রবার এই তহবিল অনুমোদন দেয়া হয়।
সংস্থাটির আরওএসসি-২ প্রকল্পের আওতায় এই অতিরিক্ত অর্থায়নের মাধ্যমে আটটি সিটি কর্পোরেশনে ৮ থেকে ১৪ বছর বয়সী বস্তির প্রায় ৩৯ হাজার শিশু প্রাথমিক শিক্ষা সমাপ্ত করতে সক্ষম হবে। পাশাপাশি প্রকল্পটির মাধ্যমে কক্সবাজারে স্থানীয় জনগোষ্ঠীর প্রায় ৮ হাজার ৫০০ ঝরে পড়া যুবক এবং কিশোর-কিশোরীকে বৃত্তিমূলক প্রশিক্ষণ দেয়া হবে। তিন মাসের এই প্রশিক্ষণ কোর্সটি ব্যবসায়ের জন্য দক্ষতা তৈরির উদ্দেশ্যে করা হবে, যা বর্তমান বাজার চাহিদা মেটাবে। রোহিঙ্গা জনগোষ্ঠীর কারণে কক্সবাজারের স্থানীয় জনগণের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে।
বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, কোভিড-১৯ মহামারীর প্রভাবে অনেক নিম্ন আয়ের এবং বস্তির দরিদ্র পরিবারের শিশুদের স্কুল থেকে ঝরে পড়ার আশঙ্কা বেশি। পাশাপাশি সংকট দীর্ঘায়িত হওয়ায় যুবকদেরও চাকরি খুঁজে পেতে অনেক বেশি অসুবিধায় পড়তে হচ্ছে। এই প্রকল্পে অতিরিক্ত অর্থায়ন শিশুদের প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করার পাশাপাশি যুবকদের জীবিকার সুযোগ তৈরিতে সহায়তা করবে।
বিশ্বব্যাংক ২০১৯ সাল থেকে আরওএসসি-২ প্রকল্পটির মাধ্যমে কক্সবাজারের টেকনাফ এবং উখিয়া উপজেলায় প্রায় ৩ লাখ ৫০ হাজার রোহিঙ্গা শিশুকে শেখার সুযোগ এবং মনো-সামাজিক বিকাশে সহায়তা দিয়ে আসছে।
Discussion about this post