নিজস্ব প্রতিবেদক
উপাচার্যদের অনুরোধের প্রেক্ষিতে ৪৩তম বিসিএস আবেদনের সময়সীমা বৃদ্ধি করার জন্য সরকারী কর্ম কমিশনকে চিঠি দেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
এর আগে রবিবার (১৩ ডিসেম্বর) ইউজিসি ও ‘উপাচার্য পরিষদে’র বৈঠকে ৪৩তম বিসিএস আবেদনের সময় বাড়ানোর জন্য পিএসসিকে চিঠি দেয়ার অনুরোধ করেন উপাচার্যরা।
এ প্রসঙ্গে জানতে চাইলে ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেন, করোনার কারণে স্নাতক শেষ বর্ষের পরীক্ষা না হওয়ায় আমাদের অনেক শিক্ষার্থীর বিসিএস আবেদন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো ইতোমধ্যেই শেষ বর্ষের পরীক্ষা নেয়ার সময়সূচী প্রকাশ করেছে। আমরা চাই পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত ৪৩তম বিসিএস আবেদনের সময় বৃদ্ধি করা হোক। এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পিএসসিকে চিঠি দেয়া হবে।
তথ্যমতে, গত ৩০ নভেম্বর ৪২তম (বিশেষ) ও ৪৩তম (সাধারণ) বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে।
৪৩তম বিসিএসে সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষায়। এখানে পদসংখ্যা ৮৪৩টি। এ ছাড়া প্রশাসনে ৩০০, পুলিশে ১০০, পররাষ্ট্রে ২৫, অডিটে ৩৫, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪, সমবায়ে ২০, ডেন্টাল সার্জন ৭৫ জন এবং অন্যান্য ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে।
Discussion about this post