নিজস্ব প্রতিবেদক
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে।
আজ সোমবার (১৪ ডিসেম্বর) ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর-এর নেতৃত্বে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তাদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ এবং শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এসময় ইউজিসি সদস্য ও ইউজিসি মুজিব জন্মশতবার্ষিকী উদ্যাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান, এসপিকিউএ বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়া, জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মো. কামাল হোসেন, গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) ও ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. ওমর ফারুখ, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ শাহ আলম, ইউজিসি মুজিব জন্মশতবার্ষিকী উদ্যাপন কমিটির সদস্য-সচিব বিষ্ণু মল্লিক, ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. মোঃ মহিবুল আহসান, ইউজিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলামসহ কমিশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Discussion about this post